BSMRAAU ভর্তি পরীক্ষা সার্কুলার, বিজ্ঞপ্তি, তথ্য ২০২৫

বাংলাদেশের অন্যতম বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয়ের নাম BSMRAAU। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত একটি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মিলিটারি পরিচালিত অন্য দুটি বিশ্ববিদ্যালয়ের একটি হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)। যেটি বাংলাদেশ আর্মির নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অন্যাটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বা মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বশেমুরমেবি)। যেটার নিয়ন্ত্রক ও পরিচালক সংস্থা হলো বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশের আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এখানে অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস সম্পর্কে উচ্চ শিক্ষা প্রদান করা হয়। এটি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। BSMRAAU ভর্তি পরীক্ষা সার্কুলার।

এটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) ভূক্ত একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২৮ ফ্রেব্রুয়ারি ২০১৮ সালে তার যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি ঢাকার আশকোনায় ১১ একর জমির উপর অস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হয়। তারপর এই অস্থায়ী ক্যাম্পাসটি পুরাতন তেজগাঁও বিমানবন্দরের পাশে স্থানান্তরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাট জেলার বিমানবন্দরের (রানওয়ে) দক্ষিণ দিকে অবস্থিত। বিগত ২৬ জুন ২০২২ হতে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে সকল স্নাতক (সম্মান) প্রোগ্রাম সমূহের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

BSMRAAU ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ও তারিখ সমূহ

BSMRAAU এর আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৪

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৪

আবেদন ফি: ৭৫০ টাকা

ভর্তি পরীক্ষা: ২৮ ডিসেম্বর ২০২৪

প্রবেশপত্র ডাউনলোড: ২০ থেকে ২৮ ডিসেম্বর ২০২৪

ফলাফল প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫।

আবেদনের ঠিকানা: https://www.bsmraau.teletalk.com.bd

BSMRAAU ভর্তি পরীক্ষা সার্কুলার/বিজ্ঞপ্তি ২০২৫

২০৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) এবং ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) ভর্তি পরিক্ষার সার্কুলার, বিজ্ঞপ্তি, কিভাবে আবেদন করতে হবে, পরিক্ষার তারিখ, আবেদন যোগ্যতা, ফি, মানবন্টন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

BSMRAAU আবেদনের যোগ্যতা ২০২৫

দেশের  একমাত্র বিশেষায়িত এবং অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মোট ৪ টি বিভাগে স্নাতক (অর্নাস) এবং ১ টি বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) ভর্তি পরীক্ষা হবে ২০২৪-২৫। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫ টি বিভাগে স্নাতকোত্তর (মাস্টার্স) ভর্তি পরিক্ষা হবে। প্রতিটি বিভাগে এবং ফ্যাকাল্টিতে আলাদা আলাদা আবেদন যোগ্যতা রয়েছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো। BSMRAAU University Admissions Eligiblity.

কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের প্রথম শর্তই হলো আবেদনের ক্রাইটেরিয়া পুরন করা। যেটাকে আমরা বলে থাকি আবেদন যোগ্যতা। BSMRAAU এর স্নাতক (অর্নাস) ও স্নাতকোত্তর (মাস্টার্স) প্রর্যায়ে শিক্ষার্থী ভর্তির জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

BSMRAAU স্নাতক (অর্নাস) ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা ২০২৫

  • আবেদনকারীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষায় আবেদন করার সুযোগ রয়েছে।
  • আবেদনকারীকে ২০২১ অথবা ২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সহ নূন্যতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে ২০২৩-২৪ সালে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫০ পেয়ে পাশ করতে হবে।

বশেমুরঅ্যাঅ্যাবি (BSMRAAU) স্নাতক (অর্নাস) এর বিভাগ ও বিষয়

  1. বিএসসি ইন অ্যারোস্পেস ইজ্ঞিনিয়ারিং (BSC in Aerospace Engineering) আসন সংখ্যা – ৩০ টি।
  2. বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং (BSC in Avionics Engineering) আসন সংখ্যা – ৩০ টি।
  3. বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) (BSC in Aircraft Maintenance Engineering, Aerospace) আসন সংখ্যা – ২৮ টি।
  4. বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স) (BSC in Aircraft Maintenance Engineering, Avionics) আসন সংখ্যা – ২৮ টি।

BSMRAAU স্নাতকোত্তর (মাস্টার্স) ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা

এসএসসি ইন অ্যাভিয়েশন সিস্টেম এন্ড অ্যাকসিডেন্ট ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন 

  • আবেদনকারীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • আবেদনকারীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে অবশ্যই নূন্যতম ৩.০০ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৪ বছর মেয়াদি ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৩ বছর মেয়াদি স্নাতকোত্তর সহ  ৩.৫০ সিজিপিএ থাকতে হবে।
  • আবেদনকারীর যদি অ্যাকসিডেন্ট সেফটি, অ্যাভিয়েশন সেফটি, ইন্ডাস্ট্রিয়াল সেফটি এবং অ্যাভিয়েশন সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে ভর্তির ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।

এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট

  • আবেদনকারীকে মাধ্যমিক ও‌ উচ্চমাধ্যমিকে যেকোনো বিভাগ থেকে নূন্যতম ৩.০০ জিপিএ সহ উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৪ বছর মেয়াদি ২.৫০ সিজিপিএ থাকতে হবে।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৩ বছর মেয়াদি স্নাতকোত্তর সহ  ৩.০০ সিজিপিএ থাকতে হবে।

এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন এবং এমএসসি ইন স্পেস ইজ্ঞিনিয়ারিং

  • আবেদনকারীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নূন্যতম জিপিএ ৪.০০ হতে হবে।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৪ বছর মেয়াদি ২.৭০ সিজিপিএ থাকতে হবে। (ইজ্ঞিনিয়ারিং)।
  • আবেদনকারীকে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্নাস) ৩ বছর মেয়াদি স্নাতকোত্তর সহ  ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। (ইজ্ঞিনিয়ারিং)।

এমএলএম ইন ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস ল

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নূন্যতম জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ইউজিসি স্বীকৃতি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিধারী হতে হবে।

BSMRAAU ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ

বশেমুরঅ্যাঅ্যাবি BSMRAAU ভর্তি পরীক্ষা সার্কুলার অংশগ্রহণ করার জন্য ১৮ নভেম্বর ২০২৪ দুপুর ১২.০০ থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইন https://www.bsmraau.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

  • আবেদন ফি ৭৫০ টাকা (চার্জ সহ)।

BSMRAAU ভর্তি পরিক্ষার তারিখ ও সময় 

BSMRAAU ভর্তি পরিক্ষা ২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০.০০ থেকে ১২.০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কেন্দ্র: বিএফ শাহিন কলেজ ঢাকা এবং লালমনিরহাট BSMRAAU ক্যাম্পাস।

BSMRAAU ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড 

পরিক্ষার এন্টি পাসের নাম হলো প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না। BSMRAAU ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ডাউনলোড করা যাবে। BSMRAAU ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪-২৫।

BSMRAAU স্নাতক (অর্নাস) ভর্তি পরীক্ষার মানবন্টন

BSMRAAU তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমসিকিউ ও লিখিত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী, চট্টগ্রাম, মেডিকেল, ডেন্টাল, বুয়েট ও গুচ্ছ ভর্তি পরিক্ষার মতো এখানেও প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং করা হয়। মোট ১০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমসিকিউ

  • গণিত – ১৪
  • পদার্থবিজ্ঞান – ১৮
  • রসায়ন – ১২
  • ইংরেজি – ৬

লিখিত 

  • গণিত – ১৬
  • পদার্থবিজ্ঞান – ১২
  • রসায়ন – ৮
  • ইংরেজি – ৪

BSMRAAU ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ 

পরিক্ষার পর অবশ্যই ফলাফল প্রকাশ করা। উত্তীর্ণ প্রার্থীদের থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে স্বপ্নের BSMRAAU ক্যাম্পাসে স্নাতক (অর্নাস) করার সুযোগ দেয়া হয়। BSMRAAU ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফল ৭ জানুয়ারি ২০২৫ প্রকাশ করা হবে।

BSMRAAU এ ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ভর্তির জন্য সু্যোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নাম্বার পত্র, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, শিক্ষার্থীর ছবি সহ অনেক কাগজ পত্র প্রয়োজন।

বাংলাদেশের একমাত্র অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য এর পড়ালেখার মান অনেক ভালো। সেইসাথে বাংলাদেশ বিমান বাহিনীর অন্ডারে পরিচালিত হওয়ার ফলে ডিসিপ্লিন অনেক বেশি। যার ফলে পড়ালেখার সুন্দর পরিবেশ বিদ্যমান।

Scroll to Top