ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার/বিজ্ঞপ্তি তথ্য – ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যাল উচ্চমাধ্যমিকের পর প্রতিটি শিক্ষার্থীর মনের এক স্বপ্নের নাম। ২৪ এর গণঅভ্যুত্থানের মূলধারার নেতৃত্বের পর, যেন শিক্ষার্থীদের কাছে এ আরো এক মোহের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। একে নিজের করে‌ পাওয়া। ঢাবির লাল বাস একটি আবেগর নাম, হাজারো শিক্ষার্থীর কাছে। ঢাবিতে মোট  ৮৬ টি বিভাগ রয়েছে। মোট ১৩ টি অনুষদের অধীনে। প্রতি বছর উচ্চমাধ্যমিকের শেষে এই অনুষদ এবং এর অধীনের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট এর জন্য শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সকল ইউনিট এবং এর অন্তর্ভুক্ত অনুষদের বিভাগ ও ইনস্টিটিউটে মোট ৭১২৮ টি আসনের, বিপরীতে ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে । ২০১৯-২০ শিক্ষাবর্ষ Dhaka University ভর্তি পরীক্ষা কমিটি  থেকে মোট ১২০ নাম্বারের পরিক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঢাবি ভর্তি পরিক্ষা কমিটি  মোট পাঁচ ভাগে ভাগ করেছে।

  • ক/A ইউনিটে বিভাগে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ।
  • খ/বি/B ইউনিটে মানবিক বিভাগের সামাজিক বিজ্ঞান, কলা , আইন ও ভাষা ভিত্তিক অনুষদ।
  • গ/GH/C/ বিবিএ ইউনিটে বিভাগে ব্যবসায় প্রশাসন অনুষদ।
  • চ/CH/E/ই ইউনিটে চারুকলা অনুষদ।
  • আইবিএ তে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।

মোট এই পাঁচ ভাগে  শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়া হয়। এখন জেনে নিন, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার আবেদন করবেন , কত টাকা প্রয়োজন, কখন আবেদন শুরু, কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রেজাল্ট প্রকাশ হবে তার বিস্তারিত।

ঢাবি- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি/সার্কুলার ২০২৪-২০২৫

দেশের সবচেয়ে প্রাচীন এবং স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। Dhaka University (DU) এর ২০২৪-২০২৫ সালে  অর্নাস (স্নাতক) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সার্কুলার প্রকাশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা কমিটি ২০২৫ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা সার্কুলার,বিজ্ঞপ্তি,তথ্য, আবেদন যোগ্যতা, সময়, মানবন্টন - ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) A/ক ইউনিট ভর্তি সার্কুলার ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা কমিটি DU A Unit  ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। Dhaka University DU A Unit Admissions Test Circular 2024 Published.

ঢাবি – ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ/B/বি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

Dhaka University DU A Unit Admissions Test Circular Published 2025। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি খ ইউনিট ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি গ/C/ ইউনিট ভর্তি সার্কুলার ২০২৫

বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস বিবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বিবিএ। প্রাচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Dhaka University DU. Faculty of Business Administration (FBS) এর গ/C ইউনিট এর Bachelor of Business Administration (BBA) Admissions Test Circular 2025 published.

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা (ঢাবি) চ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

Dhaka University (DU) Art Institute এর ২০২৫ সালের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি চ/চারুকলা ইনস্টিটিউটের নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইবিএ ভর্তি সার্কুলার ২০২৫

বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় বিবিএ ইনস্টিটিউট হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিবিএ। এটি দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস বিবিএ। ২০২৫ সালের ঢাবি আইবিএ বিবিএ ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরিক্ষার আবেদন পদ্ধতি ২০২৪-২৫

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য প্রথম কাজ হলো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা। Dhaka University (DU) ঢাবি তার ২০২৫ সালের আবেদনের তারিখ এবং আবেদন যোগ্যতার বিস্তারিত  প্রকাশ করেছে। শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে DU এর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে।

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন https://admission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে করা যাবে।
  2. যেকোন ইউনিটে ভর্তির আবেদন জন্য প্রথমে www.admisaion.eis.du.ac.bd ওয়েবসাইটে যেতে হবে। 
  3. ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য প্রয়োজন হবে। 
  4. বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। কারণ মোবাইলে SMS এর মাধ্যমে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং পিন নাম্বার পাঠানো হবে। 
  5. পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), শিক্ষার্থী যে বিভাগীয় শহরের কেন্দ্রে পরীক্ষা নিতে আগ্রহী তা সিলেক্ট করতে হবে। 
  6. শিক্ষার্থী যদি কোটায় আবেদনের জন্য যোগ্য হয়, তবে কোটার কাগজ পত্রের স্ক্যান করা একটি ছবির প্রয়োজন পড়বে।  
  7. ভর্তির আবেদন ফি তাৎক্ষনিক অনলাইনে বিকাশ/নগদ/রকেট/উপায় এর মাধ্যমে বা চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করতে হবে। 
  8. আবেদন ফি ১০৫০ টাকা অফেরৎযোগ্য। 
  9. আবেদন ফি জমার বিষয়ে বিস্তারিত তথ্য উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবেদনের প্রাথমিক যোগ্যতা ২০২৫

উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষার পরে আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা । একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু মান দন্ড রয়েছে, যাকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার প্রাথমিক যোগ্যতা বলি।

প্রাচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার অন্যতম শর্ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ফার্স্ট টাইমার হতে হবে। অর্থাৎ যে বছর ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি), বিইউপি, মেডিকেল কলেজ কিংবা গুচ্ছভূক্ত অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেয়ার মতো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ঢাবিতে শুধু বুয়েট এবং ইজ্ঞিনিয়ারিং গুচ্ছের মতো‌ ফার্স্ট টাইমারদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

শিক্ষার্থীর এস.এস.সি এবং এইচএসসি বা আলিম এবং দাখিলের পাসের ব্যবধান ৩ বছরের বেশি কখনোই গ্রহণযোগ্য হবে না। জিপিএ এর শর্ত বিভাগ ভিত্তিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষতেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩.৫০ জিপিএ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ৩.০০ জিপিএ এর কম গ্রহণযোগ্য নয়।কোন সিলেকশন পদ্ধতি নেই। প্রাথমিক আবেদন কারি সবাইকে পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ঢাবি ভর্তি পরীক্ষা মোট ৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

মোট ১২০ নাম্বারের পরিক্ষা হবে । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ এর উপর ২০ মার্ক এবং বাকি ১০০ মার্ক এর মাঝে ৬০ এমসিকিউ সময় ৪৫ মিনিট এবং ৪০ লিখিত সময় ৪৫ মিনিট।

ঢাবি- ঢাকা বিশ্ববিদ্যালয় ক/A ইউনিট ভর্তি পরীক্ষা র আবেদন যোগ্যতা

University of Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) A/এ/ক ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা রয়েছে।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০ আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তার রিকোয়ারমেন্ট পূরন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) খ/বি/B ইউনিট ভর্তি যোগ্যতা

DU ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বি/B/খ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০ আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তার রিকোয়ারমেন্ট পূরন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) বিবিএ/গ/GH ইউনিট আবেদন যোগ্যতা ২০২৫

ঢাবি বিবিএ/C/GH/গ ইউনিটে Dhaka University DU BBA/C/GH/গ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অবশ্যই পঠিত বিষয়ের মাঝে হিসাববিজ্ঞান থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০ আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে। আবেদনকারীর উচ্চমাধ্যমিকে ২০০ নম্বরের গণিত অথবা পরিসংখ্যান পঠিত বিষয় হতে হবে এবং এটাই নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৩ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় মানবিক বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে। আবেদনকারীর উচ্চমাধ্যমিকে ২০০ নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান পঠিত বিষয় হতে হবে এবং এটাই নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)চারুকলা/চ ইউনিট আবেদন যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় যেকোন বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৬.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (DU)ক/এ/A/ ইউনিট মানবন্টন 

Dhaka Univeresity ঢাকা বিশ্ববিদ্যালয় ক/এ/A ইউনিট অথবা ঢাবি এ ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এখানে ২০ নাম্বার উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট এবং ১০০ নাম্বারের লিখিত ও‌ নৈব্যক্তিক পদ্ধতিতে পরিক্ষা নেয়া হয়। ঢাবি ক ইউনিটের অধিভুক্ত অনুষদ গুলো হলো বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ফার্মাসি অনুষদ, আর্থ এন্ড ডেভেলপমেন্ট সায়েন্স অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ অনুষদ, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট আব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। ক ইউনিটে মোট ১৮৫১ টি আসন রয়েছে।

এমসিকিউ মানবন্টন

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ১৫
  • পদার্থবিজ্ঞান -১৫
  • জীববিজ্ঞান – ১৫
  • গণিত – ১৫ 
  • রসায়ন – ১৫

লিখিত মানবন্টন

  • বাংলা – ১০
  • ইংরেজি – ১০
  • পদার্থবিজ্ঞান -১০
  • জীববিজ্ঞান – ১০
  • গণিত – ১০
  • রসায়ন – ১০

(পদার্থবিজ্ঞান এবং রসায়ন উত্তর করা বাধ্যতামূলক)

বাকি যেকোনো দুইটি বিষয়ে উত্তর করতে হবে। এমসিকিউ এবং লিখিত একই বিষয় উত্তর করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বি/খ/B ইউনিট মানবন্টন 

ঢাবি খ ইউনিটের মাধ্যমে ২৯৩৪ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় বিভিন্ন বিভাগ ও অনুষদের অন্ডারে। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট আব ডিজিস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবেলিটি স্টাডিজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরিক্ষার আয়োজন করা হয়। মোট ১২০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বারের পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এমসিকিউ মানবন্টন

  • বাংলা – ১৫
  • ইংরেজি – ১৫
  • সাধারণ জ্ঞান – ৩০

লিখিত মানবন্টন

  • বাংলা – ২০
  • ইংরেজি – ২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ/GH/সি/C ইউনিট মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৮ টি বিভাগের ভর্তি পরিক্ষার জন্য দুই ভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটি পদ্ধতি এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ভিন্ন পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন করা হয়।

ব্যবসা শিক্ষা শাখা/কমার্সের শিক্ষার্থীদের জন্য মানবন্টন

এমসিকিউ মানবন্টন

  • বাংলা – ১২
  • ইংরেজি – ১২
  • হিসাববিজ্ঞান -১২
  • ব্যবস্থাপনা – ১২
  • মার্কেটিং/ফিনান্স – ১২

লিখিত মানবন্টন

  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ – ৪
  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ – ৪
  • ভূল সংশোধন (বাংলা) – ৪
  • ভূল সংশোধন (ইংরেজি) – ৪
  • হিসাববিজ্ঞান -৮
  • ব্যবস্থাপনা – ৮
  • মার্কেটিং/ফিনান্স – ৮

মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরিক্ষার মানবন্টন

এমসিকিউ মানবন্টন

  • বাংলা (আবশ্যিক)- ১২
  • ইংরেজি (আবশ্যিক) – ১২
  • আইসিটি (আবশ্যিক) – ১২
  • গণিত, পরিসংখ্যান, অর্থনীতি (যেকোনো ১ টি) – ২৪

লিখিত মানবন্টন

  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ – ৫
  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ – ৫
  • ভূল সংশোধন (বাংলা) – ৫
  • ভূল সংশোধন (ইংরেজি) – ৫
  • আইসিটি (আবশ্যিক)  – ১০
  • গণিত, পরিসংখ্যান, অর্থনীতি (যেকোনো ১ টি) – ১০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ/চারুকলা ইউনিট মানবন্টন 

চারুকলা অনুষদ ভূক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করে থাকে। এখানে মোট দুটি ধাপে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

  • সাধারণ জ্ঞান – ৪০
  • অঙ্কন – ৬০

বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন প্রায় একই। শুধুমাত্র ঢাবি আইবিএ এবং বিইউপি এর প্রশ্ন প্যাটার্ন আলাদা। বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় প্রতিটি ভূল উত্তরের জন্য .২৫ করে নেগেটিভ মার্কিং করা হয়। অর্থাৎ ৪ টি ভুল উত্তরের জন্য ১ মার্ক কাটা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরিক্ষার তারিখ 

প্রতি বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মনে সবচেয়ে বেশি যে ভাবনাটা থাকে তা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যেনো শিক্ষার্থীরা একটু বেশিই চিন্তিত থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাবি ভর্তি পরীক্ষা কমিটি ২০২৪-২৫।

  • ৩ জানুয়ারি আইবিএ ইউনিট।
  • ৪ জানুয়ারি চারুকলা ইউনিট।
  • ২৫ জানুয়ারি খ/বি/B ইউনিট।
  • ১ ফেব্রুয়ারি ক/A/এ ইউনিট।
  • ৮ ফেব্রুয়ারি C/গ ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের (আইবিএ ব্যতিত) ভর্তি পরীক্ষার সময়,

সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত।

আইবিএর ভর্তি পরীক্ষা সকাল ১০.০০ থেকে ১২.৩০ পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরিক্ষার প্রবেশপত্র ডাউনলোড

যেকোনো পরিক্ষায় অংশগ্রহণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সংগ্রহ। অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা সহ কোন পরিক্ষাতেই অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরিক্ষা ২০২৫ এর প্রবেশপত্র কবে থেকে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে তা সম্পর্কে বিস্তারিত এখনো ঢাবি ভর্তি পরিক্ষা কমিটি ২০২৫ ক্লিয়ার করে বলেনি কিছু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরিক্ষার ফলাফল ঘোষণা ২০২৫

সাধারণত সব কম্পিটিটিভ পরিক্ষার ফলাফল ই ১ থেকে ৩ দিনের ভিতর প্রকাশ করা হয়। যেমন টা আমরা দেখে থাকি গুচ্ছ ভর্তি পরিক্ষা, মেডিকেল ভর্তি পরিক্ষা, ডেন্টাল ভর্তি পরিক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ক্ষেত্রে। কিন্তু লিখিত পদ্ধতিতে‌ ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশে একটু বেশি সময় নিয়ে থাকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবন এবং পরবর্তী জীবনের একটি বিশাল বড় ধাপ। আর এই ধাপে যাওয়ার পন্থা হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা। তাই প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে ভর্তি পরিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। আর তা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তাহলে তো কথাই নেই।

Scroll to Top