বিশ্ববিদ্যালয় শব্দটি প্রতিটা শিক্ষার্থীর জীবনে অঙ্গাঅঙ্গীকভাভাবে জড়িত। বিশ্ববিদ্যালয় নামক এই শব্দটি যেন একজন ছাত্র/ছাত্রীর জন্য অনন্য এক প্রাপ্তি। পাখি যেমন সবসময় চাই মুক্ত আকাশে উড়ে বেড়াতে। ঠিক তেমনি প্রতিটা ছাত্র চাই তার শিক্ষাজীবনে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। পাবলিক বিশ্ববিদ্যালয় শব্দটা যেন একটি মায়া। যে মায়া প্রতিটি শিক্ষার্থীকে ভীষণ ভাবে টানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫।
আর সেই বিশ্ববিদ্যালয়ের নাম যদি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্ষেপে চবি। তাহলে তো বলা বাহুল্য। বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় , রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিইউপি কিংবা মেডিকেল ভর্তি,ডেন্টাল ভর্তি , ইজ্ঞিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে এক অনবদ্য স্বপ্নের নাম Chittagong University. আজ থেকে প্রায় ৫৮ বছর পূর্বে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) এর অধীনে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। চট্টগ্রাম শহর থেকে প্রায় ১৪ মাইল (২২ কিলোমিটার) দূরে।পাহাড়ের পাদদেশে ২১০০ একর (৮৫০ হেক্টর) জায়গা জুড়ে প্রকৃতির এক অনন্য লীলাভূমিতে জ্ঞানের এই অবাধ প্রশাখা চবি তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ও তারিখ সমূহ
ভর্তির আবেদন: ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৫।
আবেদন ফি: ১০০০ টাকা।
ভর্তি পরীক্ষা: ১ মার্চ থেকে ২১ শে এপ্রিল ২০২৫।
প্রবেশপত্র ডাউনলোড: ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে।
ফলাফল প্রকাশ:
আবেদনের ঠিকানা: অনলাইনে আবেদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৫ তথ্য
Chittagong University, চবি ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে। সার্কুলার অনুযায়ী ভর্তি পরিক্ষায় আবেদন শুরু হবে ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা পদ্ধতি
চবি ভর্তি পরীক্ষক নিশ্চিত হয় মোট ১০ নম্বরে। এর মধ্যে পাস মার্ক হলো ৪০। জিপিএ এর উপর ২০ নাম্বার নির্ধারিত থাকে। বাকি ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে জিপিএ মার্ক যোগ করে রেজাল্ট প্রকাশ করা হয়। কোটার জন্য আলাদা প্রকাশ করা হয়।
প্রতিবছর ৪৮ টি বিভাগ এবং ৬ টি ইনস্টিটিউট ৪ হাজার ৯২৬ টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ আসন ৪১৮৯ টি এবং কোটায় ৭৩৭ টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছভূক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো পার্বত্য চট্টগ্রাম স্থানীয় কোটা।
চবি ভর্তি পরিক্ষার ইউনিট তথ্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) প্রতি বছর ৬ টি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়, এর মধ্যে রয়েছে ৪ টি ইউনিট এবং ২ টি উপ-ইউনিট।
- এ/A ইউনিট তথা বিজ্ঞান অনুষদের সকল বিভাগ, ইনস্টিটিউট, জীববিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট।মেরিন সায়েন্স এন্ড ফিসারিজ অনুষদ। ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট সমূহ এর অন্তর্ভুক্ত।
- B ইউনিট তথা কলা ও মানববিদ্যা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত নাট্যকলা বিভাগ , চারুকলা ইনস্টিটিউট ও সঙ্গীত বিভাগ ব্যতিত।
- B1 উপ-ইউনিট এর অধীনে কলা ও মানববিদ্যা অনুষদের নাট্য কলা বিভাগ। চারুকলা ইনস্টিটিউট এবং সঙ্গীত বিভাগ অন্তর্গত।
- C ইউনিট এর অন্তর্ভুক্ত হলো বিবিএ তথা ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগ সমূহ।
- D ইউনিট তথা সমাজ বিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট , আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগ এর অন্তর্ভুক্ত।
- D1 উপ-ইউনিট এর অন্তর্গত হলো শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি আবেদন যোগ্যতা – ২০২৫
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট মান দন্ড রয়েছে, যাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা বলা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/ সমমান এবং ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অর্থাৎ চবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।
সবসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আবেদন যোগ্যতা অর্জন করলেই হয় না। অনেক সময় ইউনিট তথা বিভাগ, অনুষদ অথবা ইনস্টিটিউট এর কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়।
চবি ক/এ ইউনিট আবেদন যোগ্যতা – CU A Unit Eligibility
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/ সমমান বা দাখিল পরিক্ষায় নূন্যতম জিপিএ ৪.০০।২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ পেয়ে পাস করতে হবে। এসএসসি/সমমান বা দাখিল এবং এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। তাহলে একজন শিক্ষার্থী Chittagong University (CU) A ইউনিটে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
চবি বি ইউনিট আবেদন যোগ্যতা – CU B Unit Eligibility
Chittagong University (CU) এর B ইউনিট তথা কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগে আবেদন করতে হলে প্রার্থী যে কোন বিষয়ে মাধ্যমিক/সমমান বা দাখিল এবং উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
- আবেদনের কারি শিক্ষার্থী যদি মানবিক শাখার হয় তাহলে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ পেতে হবে।
- আবেদনের কারি শিক্ষার্থী যদি বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখার হয় তাহলে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে।
চবি বি১ উপ-ইউনিট আবেদন যোগ্যতা – CU B1 Unit Eligibility
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা চবিতে B1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে Chittagong University (CU) এর B ইউনিটের আবেদন যোগ্যতা অর্জন করতে হবে।
চবি সি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা – CU C Unit Eligibility
CU এর ব্যবসায় প্রশাসন অনুষদের কোন বিভাগে পড়তে চাইলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিভাগ থেকে ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল ও ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৮.০০ পেতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে।
- বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা আলিম এ অবশ্যই পঠিত বিষয় হিসাবে উচ্চতর গণিত থাকতে হবে।
- মানবিক বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা আলিম এ অবশ্যই পঠিত বিষয় হিসাবে অর্থনীতি থাকতে হবে।
দেশের স্বনামধন্য ব্যবসায় প্রশাসন অনুষদ গুলোর মাঝে চবির বিবিএ শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি যোগ্যতা – CU D Unit Eligibility Criteria
চবি D ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে যে কোন বিষয়ে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ এইচএসসি বা আলিম পরীক্ষায় নূন্যতম মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ আছে শুধু তারাই ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।
চবি ডি১ উপ-ইউনিট ভর্তি যোগ্যতা – CU D1 Eligibility Criteria
Chittagong University (CU) এর ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিষয়ে পড়তে হলে ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় নূন্যতম মোট জিপিএ ৬.০০ এবং আলাদাভাবে জিপিএ ২.৫০ হলেই আবেদন করা যাবে।
(প্রতিটা জিপিএ চতুর্থ বিষয় সহ)
CU Admission – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারিখ সম্পর্কে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বলে নি। তবে ধারণা করা হচ্ছে মার্চ মাসের মধ্যে ভর্তি পরিক্ষা হতে পারে।
চবি ভর্তি পরীক্ষার মানবন্টন|CU Mark Distribution
Chittagong University এর ভর্তি পরীক্ষার মানবন্টন প্রতিটা ইউনিট এর জন্য আলাদা আলাদা ভাবে নির্ধারিত।
চবি A ইউনিট মানবন্টন
- গণিত – ২৫
- পদার্থবিজ্ঞান – ২৫
- জীববিজ্ঞান – ২৫
- রসায়ন – ২৫
(যেকোনো তিনটি বিষয়ে উত্তর করতে হবে)
- ইংরেজি – ১৫
- বাংলা – ১০
চবি B ইউনিট ও B1 উপ-ইউনিট এর মানবন্টন
- বাংলা – ৩৫
- ইংরেজি – ৩৫
- সাধারণ জ্ঞান – ৩০
চবি C ইউনিট মানবন্টন
- ইংরেজি – ৪০
- গণিত – ৩০
- আইসিটি – ১৫
- সাধারণ জ্ঞান – ১৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) D ইউনিট এবং D1 উপ-ইউনিট মানবন্টন
- বাংলা – ৩০
- ইংরেজি – ৩০
- মানসিক দক্ষতা – ২০
- সাধারণ জ্ঞান – ২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি
Chittagong University|চবি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ২০২১ ও ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল। ২০২৩ ও ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা CU এর অফিসিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের ফি প্রতি ইউনিট এবং উপ-ইউনিটে ১০০০ টাকা। আবেদন প্রসেসিং ফি সহ মোট ১০০০ টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনে সংক্রান্ত যে কোন তথ্য উপাত্ত বা প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক সকাল ৯.০০ থেকে রাত ৯.০০ যোগাযোগ করা যাবে।
- আইটি সেল, আইসিটি ভবন ২০১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- ফোন: PABX: ০২৩৩৪৪৬০৭৬৫-৭৪, ৭৯-৯১ Ext: ৪২২৫.
- মোবাইল নাম্বার: ০১৫৫৫৫৫৫১৪০; ০১৫৫৫৫৫৫১৪১
- টেকনিক্যাল সাপোর্ট (আইসিটি সেল) : ০১৫৫৬৫৭০০৭৭
- ই-মেইল: admissions@cu.ac.bd
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হটলাইন: (সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০)
- একাডেমিক শাখা, রেজিস্ট্রার দপ্তর চবি: ০১৫৫৫৫৫৫১৫৮; ০১৫৫৬৫৭০০৮৮
- আবেদনের সময় কোন প্রকার ভুল হলে তা ঠিক করতে ৩০০ টাকা জরিমানা দিতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪-২০২৪৫
ভর্তি পরীক্ষা সহ যাবতীয় পরিক্ষার জন্য একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়। CU Admissions Test Circular 2024-25 এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা কমিটি CU Admissions 2024-25 চবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর তারিখ প্রকাশ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৫ সালের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে ২১ শে এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এ/A ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। B1, B2 এবং D1 উপ-ইউনিটের পরিক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
A/এ ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
- ১ মার্চ ২০২৫ শনিবার।
চবি B/বি ও B1 ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
বি/B ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
- ৮ মার্চ ২০২৫ শনিবার।
বি১/B1 উপ-ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
- ১০ মার্চ ২০২৫ সোমবার।
বি২/B2 উপ-ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
- ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি/C/ ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
চবি সি/C ইউনিট
- ১৫ মার্চ ২০২৫ শনিবার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ডি/D/D1 ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ
চবি D ইউনিট
- ২২ মার্চ ২০২৫ শনিবার।
চবি D1 ইউনিট
- ২৪ মার্চ ২০২৫ সোমবার।
B1 ও D1 উপ-ইউনিট ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
চারুকলা ইনস্টিটিউট
১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার।
নাট্যকলা বিভাগ
১৬ এপ্রিল ২০২৫ বুধবার।
সঙ্গীত বিভাগ
১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার।
ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ
২০ ও ২১ এপ্রিল ২০২৫ রবিবার ও সোমবার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা রেজাল্ট
সব পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল সাধারণ এক সপ্তাহ থেকে এক মাসের ভিতর প্রকাশ করে থাকে। চবি ১০০ নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়।
প্রতিটা সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হয়।
ভর্তি পরীক্ষার প্রাপ্ত স্কোরের সাথে চতুর্থ বিষয় সহ মাধ্যমিক বা দাখিল ও উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর স্কোর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হয়।
- D1 উপ-ইউনিট এর ক্ষেত্রে ১২০ মার্ক এর সাথে ব্যবহারিক পরীক্ষার ৩০ মার্ক যোগ করে মোট ১৫০ মার্ক এর উপর মেধাতালিকা প্রকাশ করা হয়।
- D1 উপ-ইউনিটে বিকেএসপি কোটায় পাশ নম্বর ৩০ এর পেশাদার খেলোয়াড় কোটায় পাশ নম্বর ২৫।
- B1 উপ-ইউনিট এর পরিক্ষার্থীদের ক্ষেত্রে ১২০+ ব্যবহারিক পরীক্ষার ২০ নাম্বার সহ মোট ১৪০ নাম্বার এর উপর মেধাতালিকা প্রণয়ন করে থাকে।
সেকেন্ড টাইমার বা দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নাম্বার কেটে মেধাতালিকা প্রকাশ করা হয়।মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে মৌখিক পরীক্ষা তথা ভাইভা এর জন্য আহবান করা হয়।সাধারণত আসন সংখ্যার ৩ গুন প্রথমে। ভাইভাতে উপস্থিত শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেয়া হয় এবং শুন্য আসনের বিপরীতে পুনরায় ভাইভা এর আহবান করা হয়।