ডেন্টাল ভর্তি পরীক্ষা সার্কুলার, বিজ্ঞপ্তি ২০২৪-২৫

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এক স্বপ্নের নাম মেডিকেল এডমিশন টেস্ট। নিজেকে ভবিষ্যত জীবনে একজন ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার জন্য মেডিকেল এডমিশন টেস্টে পাশ করা গুরুত্বপূর্ণ। মেডিকেল এডমিশন টেস্টে পাস করা ছাড়া কেউ কখনো মেডিকেল কলেজে পড়তে পারে না। তবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার আরও একটা উপায় হচ্ছে ডেন্টাল এডমিশন টেস্ট। MBBS এর মত BDS ডিগ্রিধারীরা ও রেজিস্টার্ড ডাক্তার।

ডেন্টাল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি সার্কুলার ২০২৫ 

বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের দিকে হতে পারে।

ডেন্টাল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ২০২৫ 

আবেদন শুরু : ২৯ ডিসেম্বর ২০২৪।

আবেদন শেষ : ২০ জানুয়ারি ২০২৫।

এডমিট কার্ড ডাউনলোড : ২১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন ফি : ১০০০ টাকা।

পরীক্ষার তারিখ : ২৮ ফেব্রুয়ারি।

অফিসিয়াল ওয়েবসাইট: আবেদনের লিংক।

ফলাফল প্রকাশ :

ডেন্টাল ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৫

মেডিকেল, ডেন্টাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষার যোগ্যতা একই।

  • ২০২১ অথবা ২২ সালে মাধ্যমিক অথবা দাখিল এবং ২০২৩ অথবা ২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পাশ করতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপি অবশ্যই ৯.০০ হতে হবে। আলাদা হবে ৪.০০ হতে হবে।
  • জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৪.00 থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • আবেদনকারীর মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকের দুই বছরের বেশি গ্যাপ  গ্রহণযোগ্য নয়

ডেন্টাল ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি/সার্কুলার ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরে বরাত দিয়ে জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ২০২৫ সালের ডেন্টাল ভর্তি পরীক্ষা ফ্রেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষা মানবন্টন এবং প্রশ্ন পদ্ধতি ২০২৫ 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মত ডেন্টাল ভর্তি পরীক্ষার রয়েছে নিজস্ব মানবন্টন এবং প্রশ্ন পদ্ধতি। মেডিকেলের মতো ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ৩০০ নম্বরে। এর মধ্যে ২০০ নম্বর থাকে এসএসসি এবং এইচএসসি ফলাফল অনুযায়ী। বাকি ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

  • মোট ১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নের মান ১।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে 0.২৫ কাটা যাবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ পাশ নাম্বার ৪০। অর্থাৎ ১০০ নম্বরের এমসিকিউ মধ্যে ৪০ মার্ক অবশ্যই পেতে হবে।

  • জীববিজ্ঞান – ৩০
  • পদার্থবিজ্ঞান – ২৫ 
  • রসায়ন – ২৫ 
  • ইংরেজি – ১৫ 
  • সাধারণ জ্ঞান – ১০

ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদনের নিয়ম ২০২৫

ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদন ২০২৫ স্বাস্থ্যমন্ত্রী থেকে বলা হয় জানুয়ারি মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। থেকে বলা হয় ডিসেম্বরের মাঝামাঝি সময়ের ভিতর সার্কুলার প্রকাশ হবে।

আবেদনের যোগ্য শিক্ষার্থীরা BDS ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.mefwd.govt.bd। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.govt এবং https://telitok.dgme.govt.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে পারবে। 

  • আবেদন ফি ১০০০ টাকা।

ডেন্টাল  ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৫

যেকোনো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হলো এডমিট কার্ড। এডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষার অংশগ্রহণ করতে পারে না।ডেন্টাল ভর্তি পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড ২১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫।

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

প্রতি বছর সবার আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর ই ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর বিইউপি ডিসেম্বর ২০২৪ এ ভর্তি পরিক্ষার আয়োজন করেছে। বন্যা পরিস্থিতি এবং ২৪ এর গণ বিপ্লবের কারণে এইচএসসি পরিক্ষা অনেক লেট হয়েছে। এবছর ডেন্টাল ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ফ্রেব্রুয়ারি ২০২৫। ডেন্টাল ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি।

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল পদ্ধতি ও তারিখ 

ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরিক্ষার মতো দেশের সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের একসাথে। মেডিকেল ভর্তি পরিক্ষার মতো এখানেও নিয়ন্ত্রণে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধি দল।

  • এসএসসি এর জিপিএ কে ১৫ দিয়ে গুণ করা হয়। অর্থাৎ এসএসসি বা দাখিল পরিক্ষার ফলাফলের উপর ৭৫ মার্ক।
  • এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ১২৫ মার্ক। অর্থাৎ উচ্চমাধ্যমিক বা আলিম পরিক্ষার ফলাফল কে ২৫ দিয়ে গুণ করা হয়।

এই নাম্বারের সাথে ভর্তি পরীক্ষার নাম্বার যোগ করে ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশের ডেন্টাল কলেজ এর তালিকা

বাংলাদেশে মোট ২২টি ডেন্টাল কলেজ রয়েছে। মেডিকেল কলেজ গুলো স্বতন্ত্র এবং শুধুমাত্র সাস্থ মন্ত্রনালয়ের অধীনে হলেও বাংলাদেশের ডেন্টাল কলেজ গুলো স্বতন্ত্র নয়। বাংলাদেশের সরকারি ডেন্টাল কলেজ গুলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ সাস্থ মন্ত্রনালয় ও বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল এর প্রতক্ষ ত্বত্তাভধানে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  1. ঢাকা ডেন্টাল কলেজ 
  2. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  3. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) 
  4. ময়মনসিংহ মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) 
  5. শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)
  6. আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতাল 
  7. পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল 
  8. বাংলাদেশ ডেন্টাল কলেজ 
  9. সিটি ডেন্টাল কলেজ 
  10. ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ 
  11. সাপ্রো ডেন্টাল কলেজ 
  12. হালনাগাদ ডেন্টাল কলেজ 
  13. মার্ক্স ডেন্টাল কলেজ  
  14. সাফেনা উইমেন’স ডেন্টাল কলেজ 
  15. মান্ডি ডেন্টাল কলেজ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  1. চট্টগ্রাম মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) 
  2. চট্টগ্রাম ইন্টারন্যাশানাল ডেন্টাল কলেজ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডেন্টাল কলেজ সমুহের তালিকা

  1. রাজশাহী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) 
  2. রংপুর মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট) 
  3. রংপুর ডেন্টাল কলেজ 
  4. উদয়ন ডেন্টাল কলেজ,রাজশাহী

শাবিপ্রবি এবং সাস্ট-এর অধিভুক্ত ডেন্টাল কলেজ সমূহের তালিকা

  1. এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (ডেন্টাল ইউনিট)

একটা জাতির সম্পূর্ণ স্বাস্থ্য নির্ভর করে সেই জাতির ডাক্তারদের উপর। দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পুরোপুরি নির্বাসন মেডিকেল মেডিকেল, ডেন্টাল ভর্তি পরীক্ষা নির্বাচিত হওয়া নবীন ডাক্তারদের উপর।

Scroll to Top