রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার বিজ্ঞপ্তি তথ্য ২০২৪-২০২৫

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা প্রতিটি ছাত্র ছাত্রীর জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন ছাত্র তার ভবিষ্যৎ জীবনে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে, তার নতুন বন্ধুবান্ধব, তার পড়াশোনার পরিবেশ, কম্পিটিশন কেমন হবে তা পুরোপুরি নির্ভর বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার উপর। এইচএসসি বা আলিম পরিক্ষার পর একজন শিক্ষার্থীর জীবনের প্রাইম টাইম বলা চলে। পরবর্তী চার বছর, মেডিকেল ও ডেন্টালের ক্ষেত্রে পাঁচ বছর তার সহপাঠী কারা হবে, কোন শহরে থাকবে,কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করবে তা নির্ধারণ করে দেয় শুধুমাত্র ভর্তি পরীক্ষা। তাই প্রতিটি শিক্ষার্থীর জীবনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার সময়ের গুরুত্ব অপরিসীম।

পাখি যেমন করে সবসময় চাই মুক্ত আকাশে উড়ে বেড়াতে। ঠিক তেমনি একজন ছাত্র চায় সবসময় একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে। পাবলিক বিশ্ববিদ্যালয় শব্দটি যেন এক অচিন মায়া, যে মায়ার পেছনে প্রতি বছর ছুটে হাজারো শিক্ষার্থী।

আর সেই বিশ্ববিদ্যালয়ের নাম যদি হয় প্রাচ্যের ক্যামব্রিজ খেত রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে তো কথাই নেই। বাংলাদেশের সকল শিক্ষার্থীদের পছন্দ তালিকার সবসময় শীর্ষে থাকে স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যদি বাংলাদেশের পাবলিক  বিশ্ববিদ্যালয়ের রেংকিং করা হয় তাহলে বুয়েট, ঢাবি এর পরেই নাম আসবে রাবির।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মূল শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ যেন এক সৌন্দর্যের অপার লীলাভূমি। ১৯৫৩ সালের ৬ জুলাই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ও তারিখ সমূহ

প্রাথমিক আবেদন: ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫

প্রাথমিক আবেদন ফি: ৫৫ টাকা।

চূড়ান্ত আবেদন 

প্রথম ধাপে চূড়ান্ত আবেদন: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৫।

দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন: ২৮ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৫।

তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন: ০২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৫।

চতুর্থ ধাপে চূড়ান্ত আবেদন: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ০৭ ফেব্রুয়ারি ২০২৫।

চূড়ান্ত আবেদন ফি: “B ইউনিট”১১০০ টাকা “A & C ইউনিট” ১৩২০ টাকা।

ভর্তি পরীক্ষা: ১২ এপ্রিলে B ইউনিট, ১৯ এপ্রিল A ইউনিট, ২৬ এপ্রিল C ইউনিট।

প্রবেশপত্র ডাউনলোড: 

ফলাফল প্রকাশ: 

আবেদনের ঠিকানা: admissions.ru.ac.bd

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫

Rajshahi University (RU) Admissions ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তার ভর্তি পরীক্ষার বিস্তারিত সার্কুলার এখনো  প্রকাশ করেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান ২০২৫ সালের Rajshahi University RU এর স্নাতক (অর্নাস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা মার্চ ২০২৫ অনুষ্ঠিত হতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে চারটি শিফটে।

  • ১ম শিফট সকাল ৯.০০ থেকে ১০.০০ সময় পর্যন্ত।
  • ২য় শিফট সকাল ১১.০০ থেকে ১২.০০ সময় পর্যন্ত।
  • ৩য় শিফট দুপুর  ১.০০ থেকে ২.০০ সময় পর্যন্ত।
  • ৪র্থ শিফট বিকেল ৩.০০ থেকে ৪.০০ সময় পর্যন্ত।

RUরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর ৫৯ বিভাগের ৫ টি স্বতন্ত্র ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি নেয় রাবি প্রশাসন।মোট ৪ হাজার ১৩৭ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতি বছর ৩ টি ইউনিটে মোট ২ লক্ষেরও বেশি শিক্ষার্থী আবেদন করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার  দুইটি ধাপে নেওয়া হয়। প্রথমে প্রাথমিক আবেদনের GPA এর  ভিত্তিতে স্টুডেন্টকে বাছাই করা হয়। তারপর তাদেরকে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

(রাবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় মোট ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে।এর মধ্যে ৮০ মার্ক থাকে এমসিকিউ এবং ২০ মার্ক থাকে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাস মার্ক ৪০। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে জিপিএ এর মার্ক যোগ করে ফলাফল বা মেধা তালিকা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট

প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় মোট তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষার আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনটি ইউনিটের মধ্যে রয়েছে মোট ৫৯ টি বিভাগ, ১১ টি অনুষদ এবং ৫ টি ইনস্টিটিউট। প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় মোট ৪ হাজার ১৩৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়।

  • সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট, কলা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট, চারুকলা অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট এবং শিক্ষা ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট গুলো নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ/A ইউনিট এর মাধ্যমে ভর্তি পরীক্ষা আয়োজন করে থাকে।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় বি/B ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং বিবিএ  ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট হল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট অন্তর্ভুক্ত হলো বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞানের অনুষদ, কৃষি অনুষদ, ফার্মাসি অনুষদ, ভূ বিজ্ঞান ও ফিসারিজ অনুষদ এবং এর অন্তর্ভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৫

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট মানদন্ড পূরণ করতে হয়। যাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক যোগ্যতা বলা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার অংশ গ্রহণের জন্য ২০২৪ অথবা ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা ২০২৫

অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় আবেদন যোগ্যতার সাথে বিভিন্ন ইনস্টিটিউট এবং অনুষদে একটা কিছু  রিকোয়ারমেন্ট থাকে। যাকে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা বলা হয়। মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর মতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক কিছু আলাদা ভর্তি যোগ্যতা রয়েছে। একজন শিক্ষার্থী শুধুমাত্র এই যোগ্যতা পূরণ করতে পারলেই ঐ বিভাগে পড়তে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় A/B/C ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে ২০২৩ অথবা ২৪ সালে উচ্চমাধ্যমিক এবং ২০২১ অথবা ২২ সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 

  • মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ নূন্যতম  মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে ৩.০০০ থাকতে হবে।
  • ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ এবং আলাদা হবে ৩.৫০ শূন্য থাকতে হবে।
  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম মোট জিপিএ ৮.০০ এবং আলাদা হবে ৩.৫০ শূন্য থাকতে হবে।

Rajshahi University রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫ ভর্তি পরীক্ষা সম্পর্কে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় আগামী মার্চ ২০২৫ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। জানুয়ারি মাসের ভিতর প্রাথমিক এবং চূড়ান্ত আবেদন হতে পারে। 

প্রাথমিক আবেদনের পর মোট চারটি ধাপে প্রতি ইউনিটে ৭২ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

  • প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির। 
  • চূড়ান্ত ভর্তির আবেদন ২০ জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ২০২৫ ভেতর হতে পারে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি ২০২৫

ভর্তি পরীক্ষার আবেদনকারী কে রাজশাহী ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইট, https://www.admission.ru.ac.bd লিঙ্কে গিয়ে সংশ্লিষ্ট ইউনিট সিলেক্ট করে আবেদন করতে হবে। 

  • প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।

প্রাথমিক আবেদনের পর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি, সর্বোচ্চ প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত করবেন।

  • চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড আবেদনকারীরা ১০% চার্জ ১২০ টাকা সহ মোট ১৩২০ টাকা শুধুমাত্র ক এবং গ ইউনিটের জন্য।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের আবেদন ফি ১১০০ টাকা। 

আবেদন ফি প্রধান পদ্ধতি (রকেটের মাধ্যমে)

  1. প্রথমে, *322# ডায়াল করুন।
  2. “Bill Pay” অপশন সিলেক্ট করুন।
  3. “Other” অপশন সিলেক্ট করুন।
  4. “Enter Payer Mobile No.” এর স্থলে প্রার্থীর Mobile Number দিন।
  5. “Other” অপশন সিলেক্ট করুন।
  6. “Enter Biller ID” এর স্থলে 377 টাইপ করুন।
  7. “Enter Bill Number” এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number প্রদান করতে হবে।
  8. “Enter Amount” এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমান দিতে হবে।
  9. “Enter PIN” এর স্থলে রকেট অ্যাকাউন্ট এর PIN Number দিতে হবে।
  10. এরপর পেমেন্ট কনফার্মেশন SMS আসবে। এই SMS থেকে ট্রানস্যাকশন আইড (TnxID) সংরক্ষণ করুন।

RU রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) Rajshahi University ভর্তি পরীক্ষা মার্চ ২০২৫ অনুষ্ঠিত হতে পারে। ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রবেশপত্র। রাবি ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে এ বিষয়ে কিছু এখনো বলা হয় নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)ভর্তি পরীক্ষার মানবন্টন 

Rajshahi University রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা মানবন্টন রয়েছে।

(রাবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় এ/A ইউনিট ভর্তি পরীক্ষা মানবন্টন 

  • বাংলা – ৩৫ (২৮ টি প্রশ্ন)
  • ইংরেজি – ৩৫ (২৬ টি প্রশ্ন)
  • সাধারণ জ্ঞান – ৩০ (২৪ টি প্রশ্ন)

প্রতি প্রশ্নের মান ১.২৫ এবং প্রতি ভূল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ মার্ক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বি/B ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন

ব্যবসার শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য

  • বাংলা – ১৫ 
  • ইংরেজি – ২৫ 
  • হিসাববিজ্ঞান – ৩০ 
  • ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা – ৩০

বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 

  • বাংলা – ৩০ 
  • ইংরেজি – ৩৫ 
  • সাধারণ জ্ঞান – ৩৫ 
  • (মোট ৮০ টি প্রশ্ন থাকবে)

রাজশাহী বিশ্ববিদ্যালয় সি/C ইউনিটের মানবন্টন

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 

  • পদার্থবিজ্ঞান – ৩২.২৫
  • রসায়নে – ৩১.২৫
  • আইসিটি – ৬.২৫ 
  • গণিত – ৩১.২৫
  • জীববিদ্যা – ৩১.২৫
  • গণিত + জীববিদ্যা – ৩১.২৫

(গণিত, জীববিদ্যা, গণিত+ জীববিদ্যা) যেকোনো একটি উত্তর করতে হবে।

অবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য

  • বাংলা – ৩১.২৫
  • ইংরেজি – ৩১.২৫
  • সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান – ৩৭.২৫

রাবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল পাঁচ দিনের মধ্যে প্রকাশিত হয়। 

  • প্রতিটা সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হয়।

ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের সাথে চতুর্থ বিষয় সহ মাধ্যমিক বা দাখিল ও উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর স্কোর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় এক স্বপ্নের নাম। প্রতিটি শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি) প্রকৌশল গুচ্ছ ভুক্ত চুয়েট, কুয়েট, রুয়েট এবং দেশের শ্রেষ্ঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর বিকল্প নেই।

Scroll to Top