খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সার্কুলার|বিজ্ঞপ্তি তথ্য ২০২৫

২০২৪ ২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে আলাদা হয়ে খুলনা বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে ইতিমধ্যে ku.ac.bd ওয়েবসাইটে। খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের টপ পজিশনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অন্যতম।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

২০২০ সালে শুরু হয় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। করোনা কালীন সময় শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করে ভালো। এতে করে শিক্ষার্থীদের সময় অর্থ অনেকটা বেঁচে যায়। সেই সাথে একই দিনে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা খুব কাছাকাছি সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সময়ের কনফ্লিক্ট এড়িয়েছিলো। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় পুনরায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় ও তারিখ সমূহ

আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৫

আবেদনের শেষ: ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবেদন ফি:A,B এবং C ইউনিট ১০০০ টাকা। D ইউনিট ৭০০ টাকা।

ভর্তি পরীক্ষা: ১৭ ও ১৮ এপ্রিল ২০২৫

প্রবেশপত্র ডাউনলোড: 

ফলাফল প্রকাশ:

আবেদনের ঠিকানা: অনলাইনে আবেদন খুলনা বিশ্ববিদ্যালয়।

কোটায় ভর্তি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতি ডিসিপ্লেনে বা ইনস্টিটিউটে একটি করে মুক্তিযোদ্ধা এবং একটি করে উপজাতি কোটা রয়েছে। এছাড়াও সকল ডিসিপ্লেনে একটি করে বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আসন বরাদ্দ থাকবে।

Khulna University|খুবি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়। ২০২৪ ২৫ শিক্ষাবর্ষে খুবিতে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি ২০২৫ থেকে। আবেদন চলবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পুরো এক মাস।

খুবি খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা‌ দেয়ার পূর্বশর্ত হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা পূরণ করা। যেটাকে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাথমিক আবেদন যোগ্যতা বলা। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা দেশের গুচ্ছ ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয় এর অনুরূপ। অর্থাৎ খুবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন যোগ্যতা গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতার অনুরূপ।

বিজ্ঞান বিভাগ 

বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় সহ নূন্যতম জিপিএ আলাদা ভাবে ৩.৫০ থাকতে হবে।

এইচএসসি এবং এসএসসি এর মোট জিপিএ ৮.০০ হতে হবে।

মানবিক বিভাগ

চতুর্থ বিষয় সহ নূন্যতম মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

এইচএসসি এবং এসএসসি পরিক্ষায় আলাদা ভাবে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে।

কমার্স|ব্যবসায় শিক্ষা বিভাগ 

মাধ্যমিক ও উচ্চ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে আলাদা ভাবে।

আবেদনকারীর মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে অবশ্যই।

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় তথা খুবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে। জানুয়ারিতে আবেদন শুরু হবে। ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়ে দিয়েছে তারা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে না। 

  • খুবিতে ২০২৫ সালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এবং ১৮ এপ্রিল। 
  • কলা, মানবিক, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা স্কুলে ভর্তি পরীক্ষা হবে ১৭ এপ্রিল বৃহস্পতিবার।
  • ব্যাবস্থাপনা ও ব্যাবসায় প্রশাসন স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল ২০২৫।
  • বিজ্ঞান,‌ প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা এবং জীববিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল শুক্রবার ২০২৫ সালে।

খুলনা বিশ্ববিদ্যালয়|Khulna University আবেদন করার নিয়ম 

অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয় খুবি ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে। আবেদন করার জন্য খুবির অফিসিয়াল ওয়েবসাইট kuadmissions.online এ চারটি Steps  পার করে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে Username ও Password দেয়া হবে। যেটি সংরক্ষণ করে রাখতে হবে।

  • প্রাপ্ত Username এবং Password ব্যবহার করে Dashboard এ প্রবেশ করতে হবে। Dashboard এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন প্রবেশপত্র ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবে।
  • Profile মেনুতে ৩০০ * ৩০০ পিক্সেল ছবি আপলোড করতে হবে।
  • Application মেনুতে আপনার আবেদনকৃত ইউনিটসমূহ যাচাই নতুন কোন ইউনিটে আবেদন এবং আবেদন ক্যাস্নেল করতে পারবেন।
  • Payment  মেনু থেকে আবেদনকৃত ইউনিটের ফিস পরিশোধ করুন।
  • Admit Card থেকে সময়মত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
  • Results মেনু থেকে ফলাফল প্রকাশের পর ফলাফল দেখতে পারবেন। 

খুবি|খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ফি প্রদান 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি পরিক্ষার আবেদন ফি পরিশোধ বাধ্যতামূলক। গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের জন্য একসাথে আবেদন ফি প্রদান করা যেতো। বুয়েট, মেডিকেলের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

বিকাশের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ফি প্রদান

  • আপনার মোবাইল থেকে *২৪৭* ডায়াল করুন অথবা বিকাশ অ্যাপ লগইন করুন।
  • পেমেন্ট অপশন সিলেক্ট করুন। 
  • খুলনা বিশ্ববিদ্যালয় মার্চেন্ট একাউন্ট নাম্বার ০১৭১১৪৮২৬৫৬ টাইপ করুন। অ্যাপ হলে খুলনা বিশ্ববিদ্যালয় সার্চ করুন। 
  • নির্দিষ্ট অংকের টাকা টাইপ করুন। 
  • যেকোনো একটি রেফারেন্স নাম্বার দিন। 
  • কাউন্টার নাম্বার হিসেবে ১ দিন।
  • বিকাশ একাউন্টে পিন দিয়ে আবেদন ফি পরিশোধ করুন।

বিকাশ থেকে একটি payment confirmation ম্যাসেজ পাবেন। TrxID সংরক্ষণ করুন। ওয়েবসাইটে লগইন করে Input bKash Transition ID বাটনে ক্লিক করে প্রাপ্ত TrxID সাবমিট করুন।

রকেটের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি প্রদান

  • আপনার মোবাইলে *৩২২* ডায়াল করুন। অথবা রকেট অ্যাপে লগইন করুন।
  • মেনু থেকে ১ সিলেক্ট করে পেমেন্ট অপশনে যান। 
  • আবার ১ সিলেক্ট করে বিল পেমেন্ট অপশনে যান। 
  • খুলনা বিশ্ববিদ্যালয়ের বিলার আইডি হিসেবে ২১১ টাইপ করুন।
  • আপনি যে ইউনিটের বিল পরিশোধ করতে চান তার জন্য অনলাইনে প্রাপ্ত নির্ধারিত Bill ID টাইপ করুন। 
  • নির্দিষ্ট ইউনিটের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত এমাউন্ট টাইপ করুন।
  • রকেট একাউন্টের পিন দিয়ে আবেদন ফি পরিশোধ করুন।

খুলনা বিশ্ববিদ্যালয় দেশের নামকরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সর্ব প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ছিল। শিক্ষার্থীদের মনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরেই খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে অনেক ক্র্যাজ কাজ করে।

Scroll to Top