বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার, বিজ্ঞপ্তি, তথ্য ২০২৫

বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫।বাংলাদেশের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে বুয়েট। উচ্চমাধ্যমিকের পর শিক্ষার জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম নাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩৬ একরের এই ক্যাম্পাস যেন জ্ঞান ও জ্ঞানীর আঁতুরঘর। দেশের শীর্ষস্থানে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মাঝে প্রথম সারিতে সবসময় এগিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এসব তো গেলো সাধারণ বিশ্ববিদ্যালয়ের কথা , যা বাংলাদেশের সকল শিক্ষার্থীর স্বপ্নের সারিতে কল্পনার দোলা দেয় সবসময়। এছাড়াও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। যেগুলো বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মনে সবসময় স্বপ্ন চারিণির মতো বিচরণ করে। মনের মাধুরী মিশিয়ে কল্পনায় ভেসে বেড়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান। বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫। BUET Admission Test Circular.

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বপ্ন জগতের এক উচ্চ চূড়া বুয়েটের কথা। যাকে পাওয়ার জন্য প্রতিটি ভর্তিচ্ছু শিক্ষার্থী হিমশীতল করা পরিশ্রম করে যায় দিনের পর দিন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বাংলাদেশের মেডিকেল কলেজ। ইজ্ঞিনিয়ারিং গুচ্ছের অন্তর্গত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঢুয়েট) এর কথা। যেসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে নিজের করে পেতে কত শত শিক্ষার্থী কতো রাত অক্লান্ত পরিশ্রম করে নির্ঘুম কাটিয়ে দেয় পড়ার টেবিলে। নিজেকে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে দেখতে অনেক শিক্ষার্থী তো সংগ্রাম শুরু করে উচ্চমাধ্যমিকের শুরু থেকেই। অনেকে আরো আগে বা উচ্চমাধ্যমিক শেষ করে।শতো নির্ঘুম রাত কাটিয়ে দেয় বইয়ের ভাঁজে শুধুমাত্র নিজের পছন্দের শীর্ষে থাকা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য। যাকে সবাই বলে ভর্তি যুদ্ধ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরেক নাম যেন বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। বুয়েট যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীদের মিলনস্থল। Bangladesh University of Engineering & Technology (BUET)। 

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে যেন এক স্বপ্নের নাম। যে স্বপ্নের বাস্তবতার সাধ সবাই পেতে চাই, কিন্তু সফল হয় গুটিকয়েক স্বপ্নপ্রতাশী। ইজ্ঞিনিয়ারিং এর জন্য শিক্ষার্থীদের ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া এক প্রতিষ্ঠান। Bangladesh University of Engineering & Technology BUET. যার শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে ইজ্ঞিনিয়ারিং গুচ্ছ, Dhaka Engineering & Technology University (DUET)। বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি)। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর অধীনস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)। গুচ্ছ ভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ। বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মনে থাকে এক অনন্য অনুভুতি। যা সত্যি খুব সুন্দর। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলোই সাধারণত অনেক বেশি প্রতিযোগিতা পূর্ণ। ইজ্ঞিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষা আরো এক ধাপ সরেস প্রতিযোগিতার দিক দিয়ে।

 BUET (বুয়েট) ভর্তি পরিক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৪।

আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৪।

ফি জমা দেয়ার শেষ সময়: ১৫ ডিসেম্বর বিকেলে ৩.০০ টা পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪।

প্রিলিমিনারি পরিক্ষা: ২৩ জানুয়ারি ২০২৫।

লিখিত পরীক্ষা: ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৫।

প্রাথমিক আবেদন ফি: ৫০০ টাকা।

চূড়ান্ত আবেদন ফি: ৮০০ ও ১০০০ টাকা।

ফলাফল প্রকাশ: ৮ মার্চ ২০২৫।

আবেদনের লিংক: এপ্লিকেশন এড্রেস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। যা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কিউ.এস র্যাকিং এ প্রতিবছর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সেরা কিছু বিশ্ববিদ্যালয় হিসেবে ৮০০ এর ভিতর গ্লোবাল র্যাংক বুয়েটের।স্নাতক (অর্নাস) প্রথম বর্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদেরকে ইজ্ঞিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিক্ষা ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ প্রকাশ করেছে। বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক ও নিয়ন্ত্রক কমিটি। বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি সার্কুলার ২০২৫ খুব শিঘ্রই প্রকাশ করবে বুয়েট প্রশাসন। Buet admissions test circular 2025 নিয়ে শিক্ষার্থীদের মনে অনেক চিন্তা চলছে। জানা গেছে ফ্রেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫ এর লিখিত পরিক্ষা হবে। জানুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষা হবে।

বুয়েট ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ ২০২৫

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বুয়েট। বুয়েট ভর্তি পরীক্ষার ২০২৫ সালের সার্কুলার ১৮ নভেম্বর প্রকাশ হয়েছে। বুয়েট ভর্তিচ্ছু রা ৩০ শে নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বুয়েট ভর্তি পরীক্ষা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৫ ডিসেম্বর বিকেলে ৩ টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে।

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা পদ্ধতি

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে বুয়েট ভর্তি পরীক্ষার একটু অমিল রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ডেন্টাল ভর্তি পরীক্ষার বেশিরভাগ মিল থাকলেও ইজ্ঞিনিয়ারিং এর বেলায় এই নিয়ম খাটে না। বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে যারা প্রাথমিক আবেদন সম্পন্ন করে আবেদনে ভূল ভ্রান্তি না থাকলে সবাই ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পায়। ব্যতিক্রম শুধুমাত্র বুয়েট এবং বাংলাদেশের প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এই দুই বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের পর বাছাই পর্ব হয়। এরপর নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হয়। বুয়েটে প্রতিবছর প্রাথমিক আবেদন শেষে ১৮ হাজার শিক্ষার্থীকে প্রিলিমিনারি। ৬ হাজার শিক্ষার্থীকে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। বুয়েট ভর্তি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা গুলোর মাঝে একটি।

Bangladesh University of Engineering & Technology (BUET) admissions test 2024-2025 এর ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রতিবছর প্রাথমিক আবেদন করে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী। কিন্তু বাছাই বিবেচনার পর ১৮ হাজার শিক্ষার্থী দেয়া হয় প্রাক-নির্বাচনী পরীক্ষা দেওয়ার সুযোগ। BUET admissions test circular 2025 এ বিস্তারিত তথ্য দেয়া আছে বুয়েট ভর্তি পরীক্ষা পদ্ধতি ২০২৫ সম্পর্কে। প্রাক-নির্বাচনী বা প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুসারে প্রতি শিফট থেকে মেধাতালিকায় ১ থেকে ৩০০ তম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ভুক্ত ১২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা বুয়েট ভর্তি পরীক্ষার নিজস্ব ওয়েবসাইট www.buet.ac.bd তে প্রকাশ করা হবে।

বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা ২০২৫

উচ্চশিক্ষার জন্য অন্যতম শর্ত হচ্ছে দেশের বা দেশের বাহিরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি পদ্ধতি রয়েছে, রয়েছে গাইডলাইন। বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা দেশ বিদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ইউনিটের ভর্তি যোগ্যতা যেমন অন্য ইউনিট এর সাথে মিলে না, ঢাবি আইবিএ ভর্তি পরীক্ষা যোগ্যতা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর সাথে মিলে না সম্পুর্ন।

ঠিক তেমনি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকৌশল তথা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা পুরোপুরি ভাবে ইজ্ঞিনিয়ারিং গুচ্ছ ভুক্ত রুয়েট, কুয়েট,চুয়েট ভর্তি পরীক্ষা কিংবা ঢুয়েট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতার সাথে সম্পুর্ন এক না।BUET admissions eligible criteria for 2025.ইজ্ঞিনিয়ারিং করতে চাওয়া শিক্ষার্থীদের জন্য ইজ্ঞিনিয়ারিং গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঢুয়েট)। কিংবা বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইজ্ঞিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট তথা Bangladesh University of Engineering & Technology (BUET) admissions এর আবেদন এর আবেদন যোগ্যতা এক। বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর মতো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায় না।

  • ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/মাধ্যমিক/সমমান/দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/উচ্চমাধ্যমিক/সমমান/আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ২০২৩ সালে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় এবং ২০২৪ সালে এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ফলাফল ২০২৪ সালের ২৫শে এপ্রিলের পর প্রকাশিত হয়েছে।
  • আবেদনকারীরকে বাংলাদেশের যেকোন শিক্ষাবোর্ড মাদ্রাসা/মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/কারিগরি বোর্ডের অধীনে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/মাধ্যমিক বা আলিম পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে জিপিএ ৫.০০ সহ নূন্যতম জিপিএ ৪.০০ লাগবে।
  • আবেদনকারীরকে ২০২৪ সালে বাংলাদেশের স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে জিপিএ ৫.০০ সহ মোট জিপিএ ৫.০০ পেয়ে পাস করতে হবে।
  • আবেদনকারীর যদি ২০২৩ সালে যেকোনো শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম পাশ করে এবং তার সংশোধিত ফলাফল ২৫শে এপ্রিল ২০২৪ এর পর প্রকাশিত হয়। তাহলে তার উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে জিপিএ ৫.০০ এবং উচ্চতর গণিত বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ১৭০ এবং রসায়ন ও পদার্থবিজ্ঞানে ৪০০ নাম্বারের মধ্যে ৩৭২ পেয়ে উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

Buet admissions test 2024 এর আবেকারিদের মাঝে উপরের উল্লেখিত Buet admissions test eligible criteria। বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা অর্জনকারী সকলের মাঝ হতে প্রথম ১৮ হাজার শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের Bangladesh University of Engineering & Technology (BUET) এর আবেদন যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রাক-নির্বাচনী পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

বুয়েট| বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদন পদ্ধতি 

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দরকার হয় ভর্তি পরীক্ষা দেয়া। আর ভর্তি পরীক্ষা দিতে করতে হয় আবেদন। Buet admissions test circular 2025 এ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সার্কুলার আকারে প্রকাশ করেছে।

বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন। শুধুমাত্র বুয়েট এর নিজস্ব ওয়েবসাইটে buet admissions test website এর মাধ্যমে করতে পারবে। বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫।

  • Buet admissions test এর আবেদন ফি শুধুমাত্র মোবাইল/অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে।
  1. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নিজস্ব ওয়েবসাইট www.buet.ac.bd -এর মাধ্যমে প্রথমে আবেদনের ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (আনুমানিক 300* 350 pixel ও সর্বোচ্চ 75 KB সাইজের) এবং স্বাক্ষর (স্ক্যানকৃত বা ছবি নেয়া, আনুমানিক 300* 80 pixel ও সর্বোচ্চ 20 KB সাইজের) আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষর উভয়ই JPEG format হতে হবে। ছবি কোন প্রকার লেখা বা সত্যায়ন করা যাবে না। ছবি ও স্বাক্ষরের ক্ষেত্রে কোন ধরণের অস্পষ্টতা বা বিকৃতি গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর ছবি ও স্বাক্ষর প্রাক-নির্বাচনী/ মূল ভর্তি পরীক্ষার হলে মিলিয়ে দেখা হবে।
  2. আবেদন ফরমের সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে “preview” button এ ক্লিক করলে ছবি ও স্বাক্ষরসহ পূরণকৃত ফরমটি “Preview of Application” page-এ দেখা যাবে। এ অবস্থায় কোন তথ্য সংশোধন করার প্রয়োজন হলে “Update” on- এ ক্লিক করে edit করা যাবে।
  3. উপরের “Preview of Application” page-এ সকল তথ্য, ছবি ও স্বাক্ষর সঠিক হলে “submit” এ Click করে আবেদনটি submit করতে হবে। 
  4. “Final Submit” button এ ক্লিক না করা পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।
  5. আবেদনটি সঠিকভাবে Submission হলে একটি “Confirmation Page” পাওয়া যাবে যাতে একটি ৫ অংকের Application Serial No. সহ প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এই Page-এর নীচে অবস্থিত “Download Receipt of Application” button টি ক্লিক করলে অনলাইনে পূরণকৃত আবেদনের “Receipt of Application” এর PDF version টি স্বয়ংক্রিয়ভাবে তৈরী হয়ে যাবে, যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
  6. কোন কোন আবেদনকারীর ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রে ও “Receipt of Application” – এ নিম্নলিখিত কারণে E, TS বা R চিহ্ন প্রদান করা হবে।

E দেখাবে GCE “O” লেভেল / GCE “A” লেভেল উত্তীর্ণ এবং বিদেশী শিক্ষাবোর্ড হতে উত্তীর্ণ আবেদনকারী।

T দেখাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত আবেদনকারী।

S দেখাবে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য-এর অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।

R দেখাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য-এর অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।

উপরোক্ত E, T, S বা R চিহ্নযুক্ত “Receipt of Application” -এর সাথে পূরণকৃত আবেদনের ফরমটির একটি PDF Version ও তৈরী হয়ে যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এ সংক্রান্ত পরবর্তী করণীয় STEP 4 বর্ণনা করা হয়েছে।

মোবাইল / অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি প্রদান (অফেরতযোগ্য) শিল্পের হতে বর্ণিত মাপ অনুযায়ী আবেদন কি ভর্তি পরীক্ষার ২ দাগে প্রদান করতে হবে।

  • প্রাথমিক আবেদন ফি প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৫০০ টাকা।
  • প্রাক-নির্বাচনী পরীক্ষা ও মূল ভর্তি পরীক্ষা বাবদ আবেদন ফি ৮০০ টাকা।
  • প্রাথমিক আবেদন ফি প্রকৌশল বিভাগসমূহ , নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ ৫০০ টাকা।
  • প্রাক-নির্বাচনী পরীক্ষা ও মূল ভর্তি পরীক্ষা বাবদ আবেদন ফি ১০০০ টাকা।

আবেদন ফি এবং পরীক্ষায় অংশগ্রহণের ফি জমা দেয়ার পদ্ধতি আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে (www.buet.ac.bd)

Money Receipt সংগ্রহ ও আবেদন চূড়ান্তকরণ (Final Submission of Application)

একজন আবেদনকারী সঠিকভাবে আবেদন ফি প্রদান করলে এই বিশ্ববিদালয়ের ওয়েবসাইট হতে “Download Money Receipt লিংকে ক্লিক করে টাকা গ্রহণের রশিদের PDF Version না করে প্রিন্ট নিতে পারবে। এরপর আবেদনকারী ওয়েবসাইট “Final Submit” button এ ক্লিক করলে আবেদন চূড়ান্ত হবে।

  • শুধুমাত্র E, T. S বা R চিহ্নিত আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান।

উপরে বর্ণিত যে সকল আবেদনকারীর “Receipt of Application E, T, S বা R চিহ্ন থাকবে যাদেরকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরমের PDF Version টি ডাউনলোড করে A4 সাইজের ৮০ GSM এর সাদা অফসেট কাগজের এক পিঠে তিন পৃষ্ঠা প্রিন্ট করে নিতে হবে। প্রথম দুই পৃষ্ঠা অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং এক পৃষ্ঠা Receipt of Application.

প্রিন্টকৃত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং তা নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে সরাসরি দিতে হবে অথবা শুধুমাত্র রেজিস্টার্ড ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে রেজিট্রোর অফিসে (ঠিকানায় রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা- ১০০০) নির্ধারিত তারিখের মধ্যে প্রেরণ করা যাবে।

শুধুমাত্র রেজিস্টার্ড ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে প্রেরণকৃত দলিলাদি ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যে তারিখে পোস্ট করা হবে, সেই তারিখ জমার তারিখ হিসেবে গণ্য হবে।

  1. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল অথবা সমমানের পরীক্ষার সনদপত্র এর কপি
  2. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গ্রেডশিট এর কপি
  3. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট এর কপি।
  4. প্রিন্টকৃত “Money Receipt.
  5. প্রিন্টকৃত Receipt of Application.
  6. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত প্রার্থীদের সংরক্ষিত আসনে আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক – স্থানীয় ইউনিয়ন পরিষদ এর সূত্র গোষ্ঠীর মোয়া হেডম্যান/ঘোর প্রধান-এর নিকট হতে সার্টিফিকেট দাখিল করতে হবে।

E, T, S বা R চিহ্নিত আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত ফরমের প্রিন্টকৃত কপি, সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পূর্ণ আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে সরাসরি / ডাকযোগে জমা না দিলে শুধুমাত্র অনলাইনে Application Submission গ্রহণযোগ্য হবে না।

অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। আবেদনপত্রের বিবরণ ভুল বা অসত্য প্রমাণিত হলেও প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে।

আবেদনের ফরম অনলাইনে পূরণ সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় যোগাযোগ করা যেতে পারে এবং প্রয়োজনে e-mail করা যেতে পারে।

e-mail address:ugadmission@iict.buet.ac.bd

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা প্রশ্ন ও মানবন্টন

ভর্তি পরীক্ষার একটি মানবন্টন থাকে। প্রতিটি পরিক্ষার মতো বুয়েট ভর্তি পরীক্ষার একটি মানবন্টন রয়েছে। BUET admissions test circular 2025 অনুযায়ী Bangladesh University of Engineering & Technology (BUET) admissions test syllables বুয়েট ভর্তি পরীক্ষা মানবন্টন। প্রকৌশল গুচ্ছ ভুক্ত RUET admissions, KUET admissions, CUET admissions, DUET admissions এর মানবন্টন এক।

ইজ্ঞিনিয়ারিং গুচ্ছ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ঢুয়েট) এর মতো এখানেও দুটি গ্রুপে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

গ্রুপ ‘ক’ প্রকৌশল বিভাগসমূহ , নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নের ২০২৩ সিলেবাসের অনুযায়ী পরিক্ষা হবে।

গ্রুপ ‘খ’ প্রকৌশল বিভাগসমূহ , নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে ২০২৩ সিলেবাস এবং সেই সাথে মুক্ত হস্তে অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরিক্ষা হবে।

বুয়েট Group “A” গ্রুপ ‘ক’ ভর্তি পরীক্ষা প্রশ্ন ও মানবন্টন

  • উচ্চতর গণিত ১৪ টি প্রশ্ন 
  • পদার্থবিজ্ঞান ১৩ টি প্রশ্ন 
  • রসায়ন ১৩ টি প্রশ্ন

মোট ৪০০ নম্বর এবং ১২০ মিনিট সময়।

গ্রুপ ‘খ’ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও মানবন্টন

  • উচ্চতর গণিত ১৪ টি প্রশ্ন 
  • পদার্থবিজ্ঞান ১৩ টি প্রশ্ন 
  • রসায়ন ১৩ টি প্রশ্ন 

মোট ৪০০ নম্বর এবং ১২০ মিনিট সময়।

  • মুক্ত হস্তে অঙ্কন ৩ টি প্রশ্ন 
  • দৃষ্টি গত ও স্থানিক ধীশক্তি ৪ টি প্রশ্ন

মোট ৪০০ নম্বর এবং ৯০ মিনিট সময়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার অনুযায়ী জানুয়ারি মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর ২০২৪ সালে বুয়েট ভর্তি পরিক্ষার সিলেক্টেড অ্যাপলিকেন্টদের তালিকা প্রকাশ করবে বুয়েট পরিক্ষা আয়োজক কমিটি। ভর্তি পরিক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি হবে ২৩ জানুয়ারি ২০২৫। প্রিলিমিনারি থেকে ৬ হাজার শিক্ষার্থীকে লিখিত পরিক্ষার জন্য নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা হবে ফ্রেব্রুয়ারি মাসে। ২০২৫ সালের ১৩ ফ্রেব্রুয়ারি বুয়েট লিখিত ভর্তি পরিক্ষার তারিখ।

বুয়েট ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড

পরিক্ষা দেয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিক্ষার প্রবেশপত্র। প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। নির্বাচিত আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি দিয়ে বুয়েট এর নিজস্ব ওয়েবসাইট হতে “Download Admit Card” ক্লিক করে পরীক্ষার প্রবেশপত্রের PDF Version টি ডাউনলোড করতে হবে। A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে।

পরবর্তীতে প্রাক-নির্বাচনী পরীক্ষার মাধ্যমে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। আবারো নির্বাচিত আবেদনকারীকে পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বুয়েট ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

BUET (বুয়েট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আসন সংখ্যা

Bangladesh University of Engineering & Technology (BUET) বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইজ্ঞিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। কিন্তু সবাই চাইলেই তো আর বুয়েটে ভর্তি হতে পারবে না। সব বিশ্ববিদ্যালয়ের মতো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এ ও সীমিত সংখ্যক আসন বা সীট রয়েছে। Buet Or Bangladesh University of Engineering & Technology প্রতি বছর প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধীনে ৪ বছর মেয়াদি এবং প্রকৌশল,নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের অধীনে ৫ বছর মেয়াদি স্নাতক (অর্নাস) প্রথম বর্ষে প্রতি বছর ১৩০৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট ভর্তি পরীক্ষা প্রশাসন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৩ টি এবং স্থাপত্য বিভাগের ১ টি সহ মোট চারটি আসন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকে। বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মোট পাঁচটি অনুষদের অন্তর্গত ১৩ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ

  1. Department of Chemical Engineering – 120 seats 
  2. Department of Materials and Metallurgical Engineering – 60 seats 
  3. Nanomaterials and Ceramic Engineering – 30 seats 

তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদ

  1. Department of Electrical and Electronic Engineering – 195 seats 
  2. Department of Computer Science and Engineering – 180 seats
  3. Department of Biomedical Engineering – 50 seats

স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ

  1. Department of Architecture – 60 seats 
  2. Department of Urban and Regional Planning – 30 seats 

পুরকৌশল অনুষদ

  1. Department of Civil Engineering – 195 seats
  2. Department of Water Resource Engineering – 30 seats 

যন্ত্রকৌশল অনুষদ

  1. Department of Mechanical Engineering – 180 seats
  2. Department of Naval Architecture and Marine Engineering – 55 seats 
  3. Department of Industrial and Production Engineering – 120 seats 

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ২০২৫

ভর্তি পরীক্ষার পর শিক্ষার্থীদের মনে আশা‌ থাকে ফলাফলের। সকল শিক্ষার্থীরা অপেক্ষা করে কখন ফলাফল প্রকাশ করা হবে। বুয়েট ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করে পুরো দেশ। কারা এই ব্যাচের সবচেয়ে মেধাবীরা যারা বুয়েটে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে তা দেখতে। বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ সালের মার্চ মাসের ৮ তারিখ প্রকাশ করা হবে। বুয়েট ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৫। BUET Admission Test Circular 2025.

বুয়েট ভর্তি পদ্ধতি এবং বিস্তারিত

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর শুরু হয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া। নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা এবং প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা BUET- এর ওয়েবসাইটে www.buet.ac.bd প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটিসমূহের সভাপতি ভর্তির তারিখ ঘোষণা করবেন। নির্ধারিত তারিখে নির্বাচিত প্রার্থীদেরকে মূল সনদপত্র এবং স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সহ উপস্থিত হতে হবে। লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব-অনুমতি ব্যতিরেকে উক্ত তারিখে উপস্থিত না হলে ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে। উল্লেখ্য যে, ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মূল সনদপত্র ও গ্রেডশীটসমূহ ভর্তি কমিটি সমূহের সভাপতির অফিসে জমা রাখা হবে।

  1. মূল সনদপত্র যাচাইয়ের সময় ভর্তিযোগ্য প্রার্থীদের নিম্নলিখিত দলিলাদি জমা দিতে হবে।
  2. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র।
  3. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশীট।
  4. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ আলীম অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশট।
  5. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ দাখিল অথবা সমমানের পরীক্ষার সনদপত্র কপি
  6. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ দাখিল অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট কপি।
  7. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট / আলীম অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট কপি।
  8. আবেদনকারীর সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের নাম সম্বলিত রঙিন ছবি।
  9. গ্রেডশীট এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ট্যাবুলেশন শিটের কপিও গ্রহনযোগ্য হবে।
  10. সংরক্ষিত আসনের জন্য নির্বাচিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত প্রার্থীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীত্বের প্রমাণস্বরূপ নিম্নোক্ত দলিলাদি জমা দিতে হবে।
  11. স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ব সার্টিফিকেট।
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গোনোর মোড়ল / হেডম্যান / গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট যা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে।

ভর্তিযোগ্য প্রার্থীদের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বুয়েটের ওয়েবসাইটে প্রদত্ত ‘Medical Screening Form for Admission’ ডাউনলোড করে তাতে রেজিস্টার্ড চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করাবেন। পূরণকৃত ফরমটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। দৃষ্টি শক্তির ত্রুটি সাত দিনের মধ্যে পুনঃপরীক্ষা করা যেতে পারে। অস্থায়ী অনুপযুক্ততা যথা, হাইড্রোসিল, হার্ণিয়া ইত্যাদি এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার জন্য বিবেচিত হতে পারে।

একজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রমাণিত হলে দাখিল কৃত সনদ ও গ্রেডশীট সমূহের সত্যতা যাচাইয়ের পর ভর্তি কমিটি সমূহের সভাপতির অনুমোদনক্রমে তাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।

  • প্রদত্ত অপশন ও ভর্তি পরীক্ষার মেধা স্থানের ভিত্তিতে প্রাপ্ত বিভাগে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস যথাসময়ে শুরু করা হবে।
  • কোন ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে এবং / অথবা বিনা অনুমতিতে ক্লাস শুরুর ২ (দুই) সপ্তাহের মধ্যে ক্লাসে  উপস্থিত না হলে তার ভর্তি বাতিল করা হবে।
  • বাংলাদেশের নাগরিক ব্যতীত অন্য কেউ এই প্রক্রিয়ায় আবেদন করে ভর্তি হয়েছে বলে পরবর্তীতে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি কমিটি সমূহের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা সার্কুলার অনুমোদিত ক্যালকুলেটর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণত ক্যালকুলেটর ব্যবহার অনুমতি দেয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ ভর্তি পরীক্ষায় ও ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম ইজ্ঞিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলো। ইজ্ঞিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিছু নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহার করা যায়। 

নিচের ক্যালকুলেটর গুলো বুয়েট ভর্তি পরীক্ষায় নেওয়া যাবে।

CANON

F200, F401, F402, F500, F501, F502, F601, F602, F604, F612, F720.

CASIO

FX82 SUPER,FX82MS  FX82MS2, FX100MS FX100MS2, FX100ES, FX100 ES PLUS, FX115MS, FX570MS, FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS, FX911S, FX991D, FX991ES, FX 991 ES PLUS, FX991H, FX991MS FX991MS2, FX992S, FX991EX.

SUPER 

EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G, EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH, EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L, EL546R, EL546VA, EL553, EL556G, EL556L.

TEXAS INSTRUMENTS

BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR, TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34, TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR.

বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরোনো ইজ্ঞিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষা সার্কুলার। দেশের উন্নয়নে যার অবদান অপরিসীম।

Scroll to Top