জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিষয় ও আসন সংখ্যা – সকল ইউনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিষয় ও আসন সংখ্যা – সকল ইউনিট। পুরান ঢাকার জগন্নাথ কলেজকে প্রায় ১৮ বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। পুরান ঢাকার সদরঘাটের ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫’ পাশ করার মাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের কেন্দ্র ঢাকায় অবস্থিত বলে সব সময় পছন্দ তালিকার শীর্ষে থাকে শিক্ষার্থীদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে জবি বলা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর নতুন ক্যাম্পাস ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ২৭০ একর জায়গা জুড়ে অবস্থিত। বর্তমানে এটির কাজ চলমান আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বর্তমানে ২ টি ইনস্টিটিউট এবং ৭ টি অনুষদ এর অধীনে মোট ৩৮ টি বিভাগ রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষার তারিখ

বাংলাদেশের ২৩ তম সরকারি বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবি। একই সাথে যাত্রা শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়। যার পূর্ণাঙ্গ নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গোমতীর তীরে অবস্থিত কুমিল্লার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা কুবি। ২৪ এর আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। করুনা কালীন সময়ের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ও অনান্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরিক্ষার আয়োজন করা হতো। কিন্তু ২০২০ সালের করোনার প্রকোপের সময়ে প্রথমবারের চালু হয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে ২০২০ সালে একসাথে ২০ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুনরায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরিক্ষার আয়োজন করছে। উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থীদের টার্গেট থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবি

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়”ক” বা বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি ২০২৫।
  • জবি “খ” বা মানবিক ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৫।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় “গ” বা ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
  • জবি “ডি” সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি ২০২৫।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় “ই” ইউনিট বা চারুকলা ইনস্টিটিউট এর ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির)কোন ইউনিটে কত আসন 

বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম হলো পুরান ঢাকার আজগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবি। এখানে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় মোট ৫ টি ইউনিটের মাধ্যমে ৩৮ টি বিভাগ। ২০২৪-২৫ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২৮১৫ টি।

  • জগন্নাথ  বিশ্ববিদ্যালয়  ‘ক’ বা বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা – ৮৬০ টি। 
  • জগন্নাথ  বিশ্ববিদ্যালয়  ‘খ’ বা মানবিক ইউনিটের আসন সংখ্যা – ৭৮৫ টি।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ‘গ’ বা ব্যবসায় শাখা ইউনিটের আসন সংখ্যা – ৫২০ টি।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ বা সামাজিক বিজ্ঞান অনুষদের আসন সংখ্যা ৫৯০ টি।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিট বা চারুকলা অনুষদের আসন সংখ্যা ৬০ টি।

জবি|জগন্নাথ  বিশ্ববিদ্যালয় ‘ক’/বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা

ঢাকার সদরঘাটে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যাকে সংক্ষেপে বলা হয় জবি। এখানে  ‘ক’ ইউনিট বা বা বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা ৮৬০ টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ক ইউনিটে ২ টি অনুষদের অধীনে মোট বিভাগ রয়েছে ১৩ টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণ ও ধরিত্রি বিজ্ঞান  অনুষদ 

  • মোট আসন – ৪৮০ টি।
  • মোট বিভাগ – ৮ টি।

বিজ্ঞান অনুষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • মোট আসন – ২৮০ টি।
  • মোট বিভাগ – ৫ টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ‘খ’/মানবিক ইউনিটের আসন সংখ্যা

দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের মোট আসন রয়েছে ৭৮৫ টি। যা মাত্র ২ টি অনুষদের ১২ টি বিভাগের সমন্বয়ে গঠিত।

JnU|জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা অনুষদ

  • মোট আসন – ৬৪৫ টি।
  • মোট বিভাগ – ১০ টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদ

  • মোট আসন – ১৪০ টি।
  • মোট বিভাগ – ২ টি।

জবি|জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ‘গ’/ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন সংখ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবির বিবিএ দেশের স্বনামধন্য একটি বিবিএ। এখানে মোট আসন রয়েছে মাত্র ৫২০ টি ৪ টি বিভাগে।

Jagannath University জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ 

  • মোট আসন – ৫২০ টি।
  • মোট বিভাগ – ৪ টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি’ বা সামাজিক বিজ্ঞান অনুষদের আসন সংখ্যা

জবির সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীদের পছন্দ তালিকায় শীর্ষে থাকে সবসময় এমন বিষয় নিয়ে গঠিত।

জগন্নাথ সামাজিক বিজ্ঞান অনুষদ

  • মোট আসন – ৫৯০ টি।
  • মোট বিভাগ – ৮ টি।

জবি ‘ই’ ইউনিট বা চারুকলা অনুষদের আসন সংখ্যা

Jagannath University জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দেশের নামকরা একটি অনুষদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ 

  • মোট আসন ৬০ টি।
  • মোট বিভাগ ৩ টি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহ ও আসন সংখ্যা

JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২৮১৫ টি। মোট ৭ টি অনুষদ, ২ টি ইনস্টিটিউট এবং ৩৮ টি বিভাগে।

রসায়ন বিভাগ 

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

পরিসংখ্যান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (CSE)

  • মোট আসন – ৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৬০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৪০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৪০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

গণিত বিভাগ 

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

পদার্থবিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

ফার্মেসি বিভাগ

  • মোট আসন – ৫০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৫০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

ভূগোল ও পরিবেশ বিভাগ 

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

মনোবিজ্ঞান বিভাগ 

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

অণুজীব বিভাগ

  • মোট আসন – ৪৫ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৪৫ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

প্রাণীবিদ্যা বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৮০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ

  • মোট আসন – ২৫ টি।
  • বিজ্ঞান বিভাগ – ২৫ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

বাংলা বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৬০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

ইংরেজি বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ২৫ টি।
  • মানবিক বিভাগ – ৪০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১৫ টি।

ইতিহাস বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৭০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৫ টি।
  • মানবিক বিভাগ – ৭৫ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

ইসলামিক স্টাডিজ বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৭০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

আইন বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৩০ টি।
  • মানবিক বিভাগ – ৩০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ২০ টি।

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ

  • মোট আসন – ৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৪০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

দর্শন বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৫ টি।
  • মানবিক বিভাগ – ৭৫ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ০ টি।

আইইআর বিভাগ (এডুকেশন)

  • মোট আসন – ৫০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১৫ টি।
  • মানবিক বিভাগ – ২৫ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগ (আইএমএল)

  • মোট আসন – ৪০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ২০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

অর্থনীতি বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ৪০ টি।
  • মানবিক বিভাগ – ৩৫ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ৫ টি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ২০ টি।
  • মানবিক বিভাগ – ৫০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

সমাজবিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৬০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

 নৃবিজ্ঞান বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৬০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

লোকপ্রশাসন বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১৫ টি।
  • মানবিক বিভাগ – ৫০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১৫ টি।

সমাজকর্ম বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৬০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

  • মোট আসন – ৮০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ৬০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১০ টি।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগ

  • মোট আসন – ১৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ২০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১৪০ টি।

ফিনান্স বিভাগ

  • মোট আসন – ১০০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ৯০ টি।

মার্কেটিং বিভাগ

  • মোট আসন – ১০০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ১০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ৯০ টি।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

  • মোট আসন – ১৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ – ২০ টি।
  • মানবিক বিভাগ – ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ – ১৪০ টি।

 ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ

  • মোট আসন – ৩০ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত।

সঙ্গীত বিভাগ

  • মোট আসন – ৪০ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত 

নাট্যকলা বিভাগ

  • মোট আসন – ৩৫ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত।

প্রিন্টমেকিং বিভাগ

  • মোট আসন – ২০ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত।

ড্রইং এন্ড পেন্টিং বিভাগ

  • মোট আসন – ২০ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত।

ভাস্কর্য বিভাগ

  • মোট আসন – ২০ টি।
  • সকল শাখার জন্য উন্মুক্ত।

উচ্চমাধ্যমিকের পর আসে ভর্তি পরিক্ষা। ভর্তি পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবি । এর পেছনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী এলামনাই এসোসিয়েশন। রাজধানী ঢাকায় অবস্থান। ভালো টিউশন সুবিধা। ঢাকায় হওয়ার জন্য অনেক ভালো সুযোগ সুবিধা প্রাপ্তি সহ নানা কারণে শিক্ষার্থীরা পছন্দ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে।

Scroll to Top