বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা নিয়ে শিক্ষার্থীদের মনে নানা রকম প্রশ্ন রয়েছে। উচ্চ মাধ্যমিকের পড়া সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা বিভিন্ন রকম। বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুষদ, এমনকি ইনস্টিটিউটে আলাদা আলাদা ভর্তি যোগ্যতা রয়েছে। সকল শিক্ষার্থীকে ঐ আবেদন যোগ্যতা ফুলফিল করে ভর্তির আবেদন করতে হয়। তাই আজকে আর্টিকেলে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫ নিয়ে আলোচনা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

ঢাবি ক/A ইউনিট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

University of Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) A/এ/ক ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০। আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০। আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তার রিকোয়ারমেন্ট পূরন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) খ/বি/B ইউনিট ভর্তি যোগ্যতা

DU ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বি/B/খ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০ আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তার রিকোয়ারমেন্ট পূরন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) বিবিএ/গ/GH ইউনিট আবেদন যোগ্যতা ২০২৫

ঢাবি বিবিএ/C/GH/গ ইউনিটে Dhaka University DU BBA/C/GH/গ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন।

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অবশ্যই পঠিত বিষয়ের মাঝে হিসাববিজ্ঞান থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৮.০০ আলাদাভাবে ৩.৫০ সহ পাস করতে হবে। আবেদনকারীর উচ্চমাধ্যমিকে ২০০ নম্বরের গণিত অথবা পরিসংখ্যান পঠিত বিষয় হতে হবে এবং এটাই নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান বা দাখিল এবং ২০২৩ সালে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় মানবিক বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে। আবেদনকারীর উচ্চমাধ্যমিকে ২০০ নম্বরের অর্থনীতি অথবা পরিসংখ্যান পঠিত বিষয় হতে হবে এবং এটাই নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)চারুকলা/চ ইউনিট আবেদন যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় যেকোন বিভাগ থেকে নূন্যতম মোট জিপিএ ৬.৫০ আলাদাভাবে ৩.০০ সহ পাস করতে হবে।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫ 
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় A/B/C ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে ২০২৩ অথবা ২৪ সালে উচ্চমাধ্যমিক এবং ২০২১ অথবা ২২ সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 
  • মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ নূন্যতম  মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে ৩.০০০ থাকতে হবে।
  • ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম মোট জিপিএ ৭.৫০ এবং আলাদা হবে ৩.৫০ শূন্য থাকতে হবে।
  • বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম মোট জিপিএ ৮.০০ এবং আলাদা হবে ৩.৫০ শূন্য থাকতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫ 

চবি ক/এ ইউনিট আবেদন যোগ্যতা – CU A Unit Eligibility

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/ সমমান বা দাখিল পরিক্ষায় নূন্যতম জিপিএ ৪.০০।২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ পেয়ে পাস করতে হবে। 
  • এসএসসি/সমমান বা দাখিল এবং এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। তাহলে একজন শিক্ষার্থী Chittagong University (CU) A ইউনিটে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

চবি বি ইউনিট আবেদন যোগ্যতা – CU B Unit Eligibility

  • Chittagong University (CU) এর B ইউনিট তথা কলা ও মানববিদ্যা অনুষদের বিভাগে আবেদন করতে হলে প্রার্থী যে কোন বিষয়ে মাধ্যমিক/সমমান বা দাখিল এবং উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় কৃতকার্য হতে হবে। 
  • আবেদনের কারি শিক্ষার্থী যদি মানবিক শাখার হয় তাহলে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ পেতে হবে।
  • আবেদনের কারি শিক্ষার্থী যদি বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখার হয় তাহলে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি বা আলিম পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে।

CU চবি বি১ উপ-ইউনিট আবেদন যোগ্যতা – CU B1 Unit Eligibility

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা চবিতে B1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে Chittagong University (CU) এর B ইউনিটের আবেদন যোগ্যতা অর্জন করতে হবে।

চবি সি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা – CU C Unit Eligibility

  •  CU এর ব্যবসায় প্রশাসন অনুষদের কোন বিভাগে পড়তে চাইলে আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিভাগ থেকে ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল ও ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৮.০০ পেতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ পেতে হবে।
  • বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা আলিম এ অবশ্যই পঠিত বিষয় হিসাবে উচ্চতর গণিত থাকতে হবে।
  • মানবিক বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা আলিম এ অবশ্যই পঠিত বিষয় হিসাবে অর্থনীতি থাকতে হবে।
  • দেশের স্বনামধন্য ব্যবসায় প্রশাসন অনুষদ গুলোর মাঝে চবির বিবিএ শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি যোগ্যতা – CU D Unit Eligibility Criteria

  • চবি D ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে যে কোন বিষয়ে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ এইচএসসি বা আলিম পরীক্ষায় পাশ করতে হবে। 
  • নূন্যতম মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ আছে শুধু তারাই ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

চবি ডি১ উপ-ইউনিট ভর্তি যোগ্যতা – CU D1 Eligibility Criteria

  • Chittagong University (CU) এর ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিষয়ে পড়তে হলে ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা দাখিল এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় নূন্যতম মোট জিপিএ ৬.০০ এবং আলাদাভাবে জিপিএ ২.৫০ হলেই আবেদন করা যাবে।

(প্রতিটা জিপিএ চতুর্থ বিষয় সহ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ছয়টি অনুষদে প্রতি বছর মোট ১৮৪৪ টি আসনে ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) Jahangirnagor University (JU) এর এই ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা মোট ছয়টি ইউনিটে নেওয়া হয়। এর মধ্যে ৫ টি ইউনিট এবং একটি উপ-ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার আয়োজন করে।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০ সালে বা তার পর SSC বা মাধ্যমিক এবং ২০২২ অথবা ২০২৩ সালে HSC বা উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এ ইউনিট Jahangirnagor University JU A Unit এ ভর্তি পরীক্ষা দিতে হলে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদা আলাদা ভাবে নূন্যতম জিপিএ চতুর্থ বিষয় সহ ৪.০০ থাকতে হবে।
  • জাবি B ইউনিটে Jahangirnagor University JU B Unit এর সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য এইচএসসি ও এসএসসি তে নূন্যতম জিপিএ ৩.৫০। এবং আইন অনুষদে ভর্তির ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৪.০০ প্রয়োজন হবে।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) C এবং C1 ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নূন্যতম জিপিএ চতুর্থ বিষয় সহ ৩.৫০ হতে হবে।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) D Unit এ ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসি তে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে।
  • জবি E ইউনিট Jahangirnagor University BBA & IBA তে ভর্তি পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নূন্যতম জিপিএ ৩.৫০ হতে হবে।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) Jahangirnagor University JU এর A & D ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

GST গুচ্ছ A ইউনিট ভর্তি পরীক্ষা যোগ্যতা

গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার অনুযায়ী এ ইউনিট এ ভর্তি পরিক্ষায় অংশগ্রহণের জন্য কিছু যোগ্যতা থাকা আবশ্যক।

  • আবেদনকারীর অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করতে হবে।
  • বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় সহ নূন্যতম জিপিএ আলাদা ভাবে ৩.৫০ থাকতে হবে।
  • এইচএসসি এবং এসএসসি এর মোট জিপিএ ৮.০০ হতে হবে।

জিএসটি B ইউনিট আবেদন যোগ্যতা

GST সার্কুলার অনুসারে বি ইউনিটে ভর্তি পরিক্ষা দেওয়ার জন্য আবেদনকারীকে কিছু আলাদা ক্রাইটেরিয়া পূরন করতে হবে।

  • উচ্চমাধ্যমিকে মানবিক বিভাগ থেকে পাশ করতে হবে।
  • চতুর্থ বিষয় সহ নূন্যতম মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
  • এইচএসসি এবং এসএসসি পরিক্ষায় আলাদা ভাবে নূন্যতম ৩.০০ জিপিএ থাকতে হবে।

C ইউনিট ভর্তি পরিক্ষার যোগ্যতা গুচ্ছ

গুচ্ছ ভর্তি সার্কুলার অনুসারে, সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কিছু আলাদা মানদণ্ড রয়েছে।

  • আবেদনকারীকে অবশ্যই এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখা থেকে সম্পন্ন করতে হবে।
  • মাধ্যমিক ও উচ্চ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে আলাদা ভাবে।
  • আবেদনকারীর মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে অবশ্যই।

বিইউপি ভর্তির আবেদনযোগ্যতা ২০২৫

বিইউপি ভর্তি সার্কুলার এর বিভিন্ন ইউনিটের আবেদন যোগ্যতার শর্তাবলী:

  • FASS ইউনিট: মানবিক শাখার জন্য GPA ৮.০০ প্রয়োজন। বাণিজ্য শাখার ক্ষেত্রে GPA ৮.৫০ প্রয়োজন।বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর ক্ষেত্রে GPA ৯.০০.
  • FST ইউনিট: বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উর্ত্তীণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর ক্ষেত্রে GPA ৯.২৫.
  • FBS ইউনিট: মানবিক বিভাগের ক্ষেত্রে GPA ৮.৫০, বাণিজ্য শাখার ক্ষেত্রে GPA ৮.৫০ প্রয়োজন। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে GPA GPA ৯.০০.
  • FSSS ইউনিট: মানবিক শাখার জন্য GPA ৮.২৫ প্রয়োজন।বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর ক্ষেত্রে GPA ৮.৫০.

যেকোনো বিভাগে আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদাভাবে GPA ৪.০০ থাকা বাধ্যতামূলক।

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স

বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ এর ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ২০২৪-২৫

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বিজ্ঞান শাখা হতে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে।
  • উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, ইংরেজি,পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এই পাঁচটি বিষয়ের যেকোন দুইটি বিষয়ে ‘A’ গ্রেড।অর্থাৎ নূন্যতম জিপিএ ৪.০০ হতে হবে দুই বিষয়ে এবং সকল বিষয়ে নূন্যতম ‘B’ গ্রেড। তথা জিপিএ ৩.০০ পেয়ে ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • অর্থাৎ এখানেও গুচ্ছ, মেডিকেল, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো‌ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় বসা যায়।

ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচারের এন্ড অফশোর ইন্জিনিয়ারিং ভর্তির আবেদন যোগ্যতা

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বিজ্ঞান শাখা হতে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে ।
  • বিজ্ঞান শাখা হতে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় ২০২৩ অথবা ২০২৪ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে ।
  • উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান,রসায়ন এই চারটি বিষয়ের যেকোন দুইটি বিষয়ে ‘A’ গ্রেড। অর্থাৎ নূন্যতম জিপিএ ৪.০০ হতে হবে দুই বিষয়ে এবং সকল বিষয়ে নূন্যতম ‘B’ গ্রেড। তথা জিপিএ ৩.০০ পেয়ে ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ফ্যাকাল্টি অব মেরিটাইম গর্ভমেন্ট এন্ড পলিসি

বশেমুরমেবি এর এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল এর ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা –

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • যেকোনো শাখা হতে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ এবং সকল বিষয়ে নূন্যতম গ্রেড ‘B’ এবং নূন্যতম জিপিএ ৩.০০ এর উপর হতে হবে।

ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন

বশেমুরমেবি – BSMRMU এর বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস এর আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত যোগ্যতা থাকা আবশ্যক

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • যেকোনো শাখা হতে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০। সকল বিষয়ে নূন্যতম গ্রেড ‘B’। নূন্যতম জিপিএ ৩.০০ এর উপর হতে হবে।

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন যোগ্যতা 

  • আবেদনকারীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
  • সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষায় আবেদন করার সুযোগ রয়েছে।
  • আবেদনকারীকে ২০২১ অথবা ২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সহ নূন্যতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে ২০২৩-২৪ সালে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫০ পেয়ে পাশ করতে হবে।

মেডিকেল ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

  • ২০২১ অথবা ২২ সালে এসএসসি/দাখিল এবং ২০২৩ অথবা ২৪ সালে বিজ্ঞান  বিভাগ থেকে এইচএসসি/আলিম পাশ করতে হবে। এসএসসি এবং এইচএসসি এর মোট জিপিএ ৯.০০ হতে হবে এবং আলাদা করে ৪.০০ থাকতে হবে।
  • জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অবশ্যই ৪.০০ থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • আবেদনকারীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার গ্যাপ দুই বছরের বেশি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম অ্যালাউ কিন্তু কেউ যদি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এক বছর গ্যাপ দেয় তাহলে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না।

ডেন্টাল ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

মেডিকেল, ডেন্টাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি পরীক্ষার যোগ্যতা একই।

  • ২০২১ অথবা ২২ সালে মাধ্যমিক অথবা দাখিল এবং ২০২৩ অথবা ২৪ সালে উচ্চমাধ্যমিক বা আলিম পাশ করতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপি অবশ্যই ৯.০০ হতে হবে। আলাদা হবে ৪.০০ হতে হবে।
  • জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৪.00 থাকতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দুই বছরের বেশি গ্যাপ  গ্রহণযোগ্য নয়।

বুয়েট ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

  • ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/মাধ্যমিক/সমমান/দাখিল এবং ২০২৪ সালে এইচএসসি/উচ্চমাধ্যমিক/সমমান/আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ২০২৩ সালে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় এবং ২০২৪ সালে এইচএসসি/আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ফলাফল ২০২৪ সালের ২৫শে এপ্রিলের পর প্রকাশিত হয়েছে।
  • আবেদনকারীরকে বাংলাদেশের যেকোন শিক্ষাবোর্ড মাদ্রাসা/মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/কারিগরি বোর্ডের অধীনে ২০২১ অথবা ২০২২ সালে এসএসসি/মাধ্যমিক বা আলিম পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে জিপিএ ৫.০০ সহ নূন্যতম জিপিএ ৪.০০ লাগবে।
  • আবেদনকারীরকে ২০২৪ সালে বাংলাদেশের স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে জিপিএ ৫.০০ সহ মোট জিপিএ ৫.০০ পেয়ে পাস করতে হবে।
  • আবেদনকারীর যদি ২০২৩ সালে যেকোনো শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম পাশ করে এবং তার সংশোধিত ফলাফল ২৫শে এপ্রিল ২০২৪ এর পর প্রকাশিত হয়। তাহলে তার উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে জিপিএ ৫.০০। উচ্চতর গণিত বিষয়ে ২০০ নম্বরের মধ্যে ১৭০। রসায়ন ও পদার্থবিজ্ঞানে ৪০০ নাম্বারের মধ্যে ৩৭২ পেয়ে উচ্চমাধ্যমিকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তির আবেদন যোগ্যতা ২০২৫

সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি মতো পরিক্ষার মতো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার এর নির্দিষ্ট যোগত্যা রয়েছে CKRUET Admissions Test Eligiblity.

  • আবেদনকারীর অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে ২০২০ অথবা ২০২১ সালে এইচএসসি/সমমান/মাধ্যমিক বা দাখিল পরীক্ষায় নূন্যতম জিপিএ চতুর্থ বিষয় সহ ৪.০০ পেতে হবে।
  • প্রার্থীকে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে আলাদাভাবে জিপিএ ৫.০০। অর্থাৎ উচ্চমাধ্যমিকে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিতে সর্বমোট জিপিএ ১৫.০০ পেতে হবে।
  • আবেদনকারীর উচ্চমাধ্যমিকে মোট জিপিএ নূন্যতম ৪.০০ পেতে হবে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব শর্ত হলো ভর্তির আবেদন যোগ্যতা পূরণ করা। ভর্তির আবেদন যোগ্যতা জানা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে উচ্চমাধ্যমিক থেকে শিক্ষার্থীরা ভালো করে প্রিপারেশন নিতে পারে। যাতে করে সে তার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

Scroll to Top